X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাহাজ ‘এমভি একরাম’ বিক্রির চেষ্টা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ জুন ২০১৭, ১৯:৫২আপডেট : ২৯ জুন ২০১৭, ২০:০৯

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত জাহাজ ‘এমভি একরাম’ (ছবি- নারায়ণগঞ্জ প্রতিনিধি)

নূরে আলম ও জসিম নামে দুই ব্যক্তি মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জাহাজ ‘এমভি একরাম’ কেটে বিক্রির চেষ্টা চালায়। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে জাহাজ কাটা বন্ধ করে দেয় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই )মোখলেসুর রহমান।

এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, ডুবুরি মোক্তারের অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে নূরে আলম ও জসিম নামের দুই ব্যক্তিকে জাহাজ কাটার কাজে পাওয়া যায়। তাদের কাছে কোনও ধরণের কাগজ পত্র না থাকায় জাহাজ কাটা বন্ধ করে দেওয়া হয়। এ  বিষয়ে কেউ মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যপারে বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডর আ. লতিফ জানান, এম ভি একরাম মুক্তিযুদ্ধের স্মৃতি। এটা কাটা বা পরিবর্তন করা যাবে না।  মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে যারা জাহাজ কাটার চেষ্টা করেছে তারা মুক্তিযোদ্ধা হতে পারে না। তাদের উদ্দেশ্য খারাপ। 

অনুসন্ধানে জানা যায়, এমভি একরাম জাহাজটি ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর গোলাবারুদ বহনের কাজে ব্যবহৃত হওয়ায় মুক্তিযোদ্ধারা  চাঁদপুরের ডাকাতিয়া নদীতে এটা ডুবিয়ে দেয়। ২০০৮ সালে বন্দরের সোনাকান্দা এলাকার মোক্তার হোসেন ডুবুরি বাংলাদেশ শিল্প ব্যাংক থেকে নিলামে ক্রয় করে ডাকাতিয়া নদী থেকে একই বছরের ১৪ নভেম্বর জাহাজটি উদ্ধার করে। পরে ১৫ নভেম্বর জাহাজটি  নারায়ণগঞ্জ বন্দরের সোনাকান্দায় শাহেনশাহ’র ডকে এনে রাখে। পরে এ জাহাজটি মুক্তিযুদ্ধের স্মৃতি হিসেবে সংরক্ষণের জন্য সারা দেশের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে দাবি উঠে। মুক্তিযুদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ১৭ আগস্ট মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে জাহাজটি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পর থেকে জাহাজটি শাহেন শাহর ডক ইয়ার্ডেই  রক্ষিত আছে।

জাহাজটি ১৯৬৫ সালে হল্যান্ডে নির্মিত হয়। একই বছরের ১৯ ফেব্রুয়ারি জাহাজটি রেজিস্টেশন হয় এমভি একরাম নামে। জাহাজটির মালিকায় ছিল ইউনাটেড ট্রেডিং করপোরেশন ও ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক অব পাকিস্তান। স্বাধীনতার পর জাহাজটি বাংলাদেশ শিল্প ব্যাংকের অধিনে চলে আসে।

/জেবি/

আরও পড়তে পারেন: ‘ক্রেজি বাইকার’দের দখলে পদ্মা সেতুর টোল প্লাজা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
শচীনের ৫১, জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত ‘ক্রিকেট ঈশ্বর’
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
প্রস্তুত বলী খেলার মঞ্চ, বসেছে মেলা
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা