X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ওএমএস কার্যক্রম বন্ধ: নেত্রকোনার হাওর অঞ্চলে চরম খাদ্যাভাব

নেত্রকোনা প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ২১:১৫আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২১:১৬

ওএমএস কার্যক্রম বন্ধ: নেত্রকোনার হাওর অঞ্চলে চরম খাদ্যাভাব

নেত্রকোনার মদন,মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় গত ১ জুলাই থেকে ওএমএসের কার্যক্রম বন্ধ থাকায় কৃষক পরিবারগুলোর মাঝে চরম খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।

সম্প্রতি হয়ে যাওয়া আগাম বন্যায় জেলার ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা অন্যতম। এসব উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ওএমএস ডিলারের দোকানগুলো ছিল নিম্ন আয়ের মানুষের ভরসা। কিন্তু চলিত মাসের ১ জুলাই থেকে এ কার্যক্রম বন্ধ থাকায় নিম্ন আয়ের পরিবারগুলোর মাঝে দেখা দিয়েছে চরম হতাশা আর খাদ্যাভাব।

মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলায় ২১টি ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হয়। যারা লাইনে দাঁড়িয়ে ভিজিএফ কর্মসূচির চাল নিতে পারবে না তারা ওএমএসের মাধ্যমে ১৫ টাকা কেজি করে চাল কিনবে এমনটাই কথা ছিল সরকারের পক্ষ থেকে।

মদন উপজেলার কয়েকটি গ্রামের নুরুল ইসলাম, আব্দুল জব্বার,আব্দুর রহিম, লুৎফুর রহমান, হাফিজুর রহমান, আয়েশা আক্তার, মরিয়ম আক্তার, আবুল কাসেম, মান্নান, শিফন মিয়া ও সুধীরসহ আরও অনেকে জানান, বন্যায় বোরো ধান তলিয়ে যাওয়ায় এক ছটাক ধানও ঘরে তোলা যায়নি। ওএমএস চালু হওয়ায় ১৫ টাকা কেজি দরে চাল কিনে কোনও রকমে জীবনধারণ করছিলাম। কিন্তু গত কয়েক দিন ধরে ডিলাররা চাল বিক্রি না করায় বাজার থেকে ৪৫/৫০ টাকা দরে চাল ক্রয় কিনতে হচ্ছে। এর ফলে জীবনধারণ খুবই কষ্টকর হয়ে পড়েছে। তাই অনাহারে অর্ধাহারে থাকতে হচ্ছে। তারা এ কার্যক্রম আবার চালুর দাবি জানান।

এ ব্যাপারে মদনের ওএমএস ডিলার নুরে আলম সিদ্দিকি ও আক্কু মিয়া বলেন, ‘ঈদ-উল-ফিতরের পর চাল উত্তোলনের কোনও চিঠি না আসায় আমরা ডিও করতে পারছি না। প্রতিদিন শত শত মানুষ চাল নিতে দোকানে ভীড় করে। আমরা তাদের শান্তনা দিয়ে বিদায় করছি।’ 

মদন উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রেজাউল করিম জানান, ‘জুন মাস পর্যন্ত ওএমএস কার্যক্রমের বরাদ্ধ ছিল। নতুন করে বরাদ্ধ না আসায় এ কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী এক মাস কার্যক্রম চালানোর মত চাল মজুদ আছে। নির্দেশনা নেই তাই চাল দিতে পারছি না।’

মদন উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়ালীউল হাসান ক্ষতিগ্রস্ত কৃষকদের অভাবের কথা স্বীকার করে বলেন, ‘খাদ্য অধিদফতরের অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই ওএমএস কার্যক্রম চালু করা হবে।

বন্য শুরু হওয়ায় জেলার ১০টি উপজেলায় ৭২টি ডিলারের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালিত হচ্ছিল। মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী উপজেলা ছাড়া অন্য সব উপজেলায় জুন মাস থেকে এ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। জুলাই থেকে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতেও ওএমএস কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো.সোহরাব হোসেন বলেন,‘কি পরিমাণ খাদ্য মজুত আছে সে ব্যাপারে জুন মাসে প্রতিবেদন দেওয়ার কথা।এ  ব্যাপারে নির্দেশ পাওয়ার পর কার্যক্রম আবার চালু হবে। এ বিষয়ে আমাদের মহা পরিচালক স্যারের সঙ্গে কথা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই জেলায় ওএমএস চালু হবে।’

এ ব্যপারে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান জানান, কয়েকদিন সরকারি বন্ধ থাকায় হয়তো চিঠি আসতে দেরি হচ্ছে। তাই কার্যক্রম বন্ধ রয়েছে। আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তপক্ষকে চিঠি দিয়েছি কার্যক্রম চালু রাখার জন্য।  

উল্লেখ্য, গত ১৮ মে নেত্রকোনার বন্য কবলিত এলাকার শতভাগ ক্ষতিগ্রস্ত উপজেলা খালিয়াজুরী সরেজমিন পরির্দশনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি খালিয়াজুরী কলেজ মাঠে স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত এক সুধি সমাবেশে বক্তব্য রাখেন। এসময় সরকারের বিভিন্ন দফতরের মন্ত্রীবর্গ উপস্থিত ছিলেন।

/জেবি/

আরও পড়তে পারেন: জামিনে মুক্তি পেয়ে বাদী পক্ষের ওপর হামলা, আহত ৩






 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী