X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে এসআইয়ের বিরুদ্ধে পরকীয়া ও স্ত্রী নির্যাতনের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি
১০ জুলাই ২০১৭, ১৩:১৩আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৩:২৫

সংবাদ সম্মেলনে রাজিয়া সুলতানা রুমা ময়মনসিংহ পুলিশের উপ-পরিদর্শ (এসআই) ফিরোজ আহমেদের বিরুদ্ধে পরকীয়া ও স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই পুলিশ সদস্যের স্ত্রী রাজিয়া সুলতানা রুমা নিজেই এই অভিযোগ করেছেন। রবিবার (৯ জুলাই) দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রুমা ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার চেয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে রুমা অভিযোগ করেন, তাকে নির্যাতন ও একাধিক নারীর সঙ্গে ফিরোজের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করলে ২০১৬ সালের ২৮ নভেম্বর তাকে একতরফাভাবে ডিভোর্স দেন এসআই ফিরোজ আহমেদ। এসব বিষয় নিয়ে বাড়াবাড়ি করা হলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান রুমা।
সংবাদ সম্মেলনে রুমা বলেন, ‘২০১০ সালের ২১ জানুয়ারি দুই পারিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। এই বিয়ের তথ্য গোপন করে ২০১০ সালের জুন মাসে পুলিশের এসআই পদে যোগ দেন ফিরোজ। চাকরি নেওয়ার পর এফিডেভিট করে ২০১২ সালের ৩০ ডিসেম্বরে বিয়ে দেখিয়ে নতুন কাবিননামা তৈরি করা হয়। ২০১৬ সালের ২৮ নভেম্বর তাকে একতরফাভাবে ডিভোর্স দিয়ে ফিরোজ জামালপুরের আশেক মাহমুদ কলেজের এক শিক্ষার্থীকে বিয়ে করে সংসার করছেন।’
রুমার অভিযোগ, পুলিশের প্রশিক্ষণ শেষে কিশোরগঞ্জের ভৈরব থানায় যোগদানের পর এক নারী সহকর্মীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ফিরোজ। প্রতিবাদ করলে রুমাকে নির্যাতন করতেন তিনি। নির্যাতনের বিষয়টি যেন কেউ জানতে না পারে, সেজন্য রুমাকে সন্তানসম্ভবা অবস্থায় বাসার বাইরে থেকে তাকে তালাবদ্ধ রাখতেন ফিরোজ। ফলে অন্তঃসত্ত্বা অবস্থাতেও চিকিৎসার নিতে পারেননি বলে অভিযোগ করেন রুমা।
তিনি আরও বলেন, সহকর্মী নারীর সঙ্গে ফিরোজের বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয়টি জানলে তৎকালীন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ও ওই নারীকে পৃথক থানায় বদলি করেন। এরপও ওই নারীর সঙ্গে সম্পর্ক রেখে চলেন ফিরোজ। এ নিয়ে রুমার অভিযোগের প্রেক্ষিতে ২০১৬ সালে ময়মনসিংহের মুক্তাগাছা থানায় বদলি করা হয় ফিরোজকে। সেখানে যোগদানের পর আরেক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন তিনি। এই ঘটনাও জানাজানি হলে ফিরোজকে ময়মনসিংহ পুলিশ অফিসের বিশেষ শাখায় (এসবি) পোস্টিং দেওয়া হয়। সেখানেও এক নারী সহকর্মীর সঙ্গে ফিরোজের সম্পর্ক হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনায় ডিআইজি ময়মনসিংহ রেঞ্জ বরাবর এ বছরের ৬ মার্চ ও পুলিশের মহাপরিদর্শক বরাবর ২৩ মার্চ অভিযোগ দায়ের করেছেন বলে জানান রুমা।
স্ত্রীর আনা এসব অভিযোগ অস্বীকার করে এসআই ফিরোজ জানান, তিনি সাময়িকভাবে বরখাস্ত হয়েছেন। এছাড়া বিভাগীয় মামলার প্রস্তুতিও চলছে।
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এসআই ফিরোজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
এদিকে, ফিরোজের বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরা বেগম।

আরও পড়ুন-

লংগদুর অগ্নিদুর্গতরা টংঘরে

তিস্তায় পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপরে, চরাঞ্চল প্লাবিত

/এএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী