X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

এমসি কলেজ ছাত্রাবাস ছাড়ার নির্দেশ, তদন্ত কমিটি গঠন

সিলেট প্রতিনিধি
১৩ জুলাই ২০১৭, ১৬:২৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৭:৪৮

ভাংচুরকৃত ছাত্রবাস পরির্দশন করছেন এমসি কলেজের শিক্ষকরা (ছবি-সিলেট প্রতিনিধি)

সিলেট এমসি কলেজ হোস্টেলে ফের হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। নগরের টিলাগড় কেন্দ্রীক ছাত্রলীগের একটি গ্রুপ এ হামলা করে বলে জানায় ধারণ শিক্ষার্থীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার (১৩ জুলাই)সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ। ছাত্রাবাসে হামলার পর সকালে কলেজে জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রাবাস পরির্দশন করেন।

এসময় কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ছাত্রাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। এ ঘটনায়  বিভাগীয় প্রধান আব্দুল কুদ্দুসকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হামলার ঘটনায় সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি করা হবে।

তিনি জানান, বুধবার (১২ জুলাই) রাত থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশি তৎপরতা থাকায় বুধবার রাতে বহিরাগত গ্রুপটি চলে গেলেও বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে এসে হামলার করে।

কারা কি কারণে হামলা করেছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- ‘ছাত্রলীগের টিটু চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা হামলা করেছে বলে ছাত্রাবাসের শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ করেছে। ফাও খাওয়া নিয়ে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

টিটু চৌধুরী এমসি কলেজের শিক্ষার্থী কিনা জানতে চাইলে তিনি বলেন- ‘টিটু এ কলেজের প্রাইভেট শিক্ষার্থী।’

হলগুলোতে অস্ত্রের মজুদ আছে বলে সাধারণ শিক্ষার্থীদের যে অভিযোগ সে বিষয়ে তিনি বলেন- ‘এরকম কোনও তথ্য আমাদের কাছে নেই। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’

অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট শহরতলীর বালুচর এলাকার এমসি কলেজ ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা।

ছাত্রাবাসের  ৪র্থ, ৫ম ও শ্রীকান্ত ব্লকের দরজা ও জানালা ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে  ঘুমিয়ে থাকা অবস্থায় এই হামলা হওয়ায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পরে বলে জানা যায়।

ছাত্রাবাসের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ফাও খাওয়া নিয়ে আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের অনুসারী হোসেইন গ্রুপ ও টিটু গ্রুপের মধ্যে বুধবার (১৩ জুলাই) রাতে হাতাহাতি হয়। রাতে দু'গ্রুপই হোস্টেলে অস্ত্রের মহড়া দেয়। এঘটনার জের ধরে টিটু গ্রুপের অনুসারিরা ছাত্রবাসে হামলা চালায়।

এমসি কলেজে ছাত্রাবাসের হোস্টেল সুপার জামাল উদ্দিন জানান, শিক্ষার্থীদের সরানোর পর ভাংচুর করা কক্ষগুলো মেরামত করা হবে। পরে যাচাই-বাছাই করে শিক্ষার্থীদের হলে উঠানো হবে।

উল্লেখ্য-এর আগে ২০১২ সালের ৮ জুলাই ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষের জের ধরে এই হোস্টেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: এক মাসেও স্বাভাবিক হয়নি রাঙামাটির জনজীবন


 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
রাজধানী স্থানান্তর করছে ইন্দোনেশিয়া, বিশেষ মর্যাদা পাচ্ছে জাকার্তা
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
সড়ক আইনে শাস্তি ও জরিমানা কমানোয় টিআইবির উদ্বেগ
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
পিসিবি প্রধানের আস্থা হারালেও শ্বশুরকে পাশে পাচ্ছেন শাহীন
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে