X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

১০ দিনেও ত্রাণ পায়নি কুড়িগ্রামের দুর্গতরা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ জুলাই ২০১৭, ০৪:১২আপডেট : ১৫ জুলাই ২০১৭, ০৮:২৮

মশালের চরের একটি বাড়ি। ছবি- প্রতিনিধি ঘরে কোমর পরিমাণ পানি। সেখানেই একসঙ্গে দিন কাটাচ্ছে মানুষ ও গৃহপালিত পশু-পাখি।  ব্রহ্মপুত্রের দুর্গম চরাঞ্চল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডভুক্ত বিভিন্ন চর ঘুরে এমন চিত্র পাওয়া গেছে। এছাড়া পানিবন্দিদের অনেকেই ১০/১২ দিনেও কোনও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন।

শুক্রবার (১৪ জুলাই) বেগমগঞ্জ ইউনিয়নের চর দক্ষিণ বালাডোবা গ্রামে গিয়ে সাংবাদিকরা নৌকা থামাতেই ত্রাণের নৌকা ভেবে কেউ কলা গাছের ভেলা দিয়ে কেউ পানি সাঁতরিয়ে নারী ও শিশুরা এগিয়ে আসেন। কিন্তু ত্রাণ না পেয়ে তারা তাদের খাদ্য সমস্যাসহ বিভিন্ন দুর্ভোগের কথা জানান।

ত্রাণের জন্য ছুটে আসা দক্ষিণ বালাডোবা গ্রামের নারী ও শিশুরা। ছবি- প্রতিনিধি
নৌকার কাছে আসা ওই গ্রামের আকলিমা, ডালিমন ও হাজেরা জানান, ‘গত ১০/১২ দিন থেকে পানিবন্দি হয়ে থাকলেও তারা কোনও ত্রাণ সহায়তা পাননি। খাবার পানি আর দুই বেলা খাবার জোটাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। চলাচলের জন্য অনেকে কলা গাছের ভেলাও জোগাড় করতে পারছেন না। বন্যার পানিতে রাস্তা-ঘাট নিমজ্জিত থাকায় ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না।’

 

পানিবন্দি গৃহপালিত পশু। ছবি- প্রতিনিধি বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরের আব্দুল জামাল, আব্দুল মালেক, জেসমিন বেগম জানান, ‘তারা ৫ কেজি চাল, এক কেজি চিড়া আর আধা কেজি লবণ পেয়েছেন ত্রাণ সহায়তা হিসেবে। কিন্তু লবণ বাদে বাকি ত্রাণ তাদের একদিনেই শেষ হয়ে গেছে। এই সামান্য ত্রাণ দিয়ে তাদের খাবারের কষ্ট কোনোভাবেই পূরণ হচ্ছে না।’

মশালের চরে পানিবন্দি মানুষ। ছবি- প্রতিনিধি কুড়িগ্রামে প্রায় ১০ দিন ধরে বিরাজমান বন্যা পরিস্থিতিতে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র অববাহিকার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি। এর মধ্যে ব্রহ্মপুত্র অববাহিকার চর ও দ্বীপ চরের বাসিন্দারা সবচেয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চরের একটি বাড়ি। ছবি- প্রতিনিধি শুক্রবার (১৪ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার মোঘলবাসা ইউনিয়ন থেকে ধরলা নদী পার হয়ে ব্রহ্মপুত্রের বিশাল জলরাশির মাঝখানে অবস্থিত বেগমগঞ্জ ইউনিয়নের চর দক্ষিণ বালাডোবা, ফকিরের চর, মশালের চরসহ ব্রহ্মপুত্র অববাহিকার কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে, বন্যা কবলিত মানুষ নানা ধরনের সমস্যায় রয়েছেন। বাংলাদেশ ভারত সীমান্তের কাছাকাছি প্রত্যন্ত ওই চরাঞ্চলগুলোতে খাবারের সমস্যার পাশাপাশি ওইসব গ্রামবাসী বিশুদ্ধ খাবার পানি ও শৌচাগারের সমস্যায় দিন কাটাচ্ছেন। টিউবয়েল ও শৌচাগার পানিতে নিমজ্জিত থাকায় নারী ও কন্যা শিশুদের পড়তে হচ্ছে বিপাকে। বাড়ি-ঘরের ভেতর ও বাইরে পানি থাকায়, চাইলেও এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছেন না তারা। তবুও সংগ্রাম করে বেঁচে থাকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এসব চরাঞ্চলের বন্যা কবলিত মানুষ।

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!