X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বরিশালে ৫ কিলোমিটার রাস্তাজুড়ে ‘ফুল স্মরণী’

বরিশাল প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ০৬:৫৯আপডেট : ১৬ জুলাই ২০১৭, ০৭:০৩

পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বরিশালে ৫ কিলোমিটার রাস্তাজুড়ে ‘ফুল স্মরণী’

পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বরিশালে শুরু হয়েছে ফুলের গাছ রোপন অভিযান। শনিবার ’বরিশাল ফুল স্মরণী বিনির্মাণ অভিযান’ নাম দিয়ে ফুলের বৃক্ষ রোপনের এই অভিযানটি দেশের মধ্যে প্রথম বলে আয়োজকরা জানান। শনিবার দুপুর ১১টায় বরিশাল-ভোলা সড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশার বিভাগীয় কমিশনার মো শহীদুজ্জামান। ফুলের স্মরণীহিসেবে গড়ে তুলতে সড়কের দুই পার্শ্বে প্রায় তিন হাজার কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল ফুলের গাছ রোপন করা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-ভোলা সড়কের হিরণ পয়েন্ট থেকে চরকাউয়া পয়েন্ট পর্যন্ত ৪.৮ কিলোমিটার সড়কের দুই পাশে এ তিন ধরনের ফুলের গাছ রোপন কর্মসূচির আয়াজন করে বরিশাল জেলা প্রশাসন।

এ ফুল স্মরণীবিনির্মাণের কর্মসূচিতে অংশ নেন প্রশাসন ও বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তারা সহ ৯৬টি এনজিও সংস্থা, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের প্রায় আড়াই হাজার মানুষ ।
এ ছাড়া পরিবেশ সচেতনতায় ফুলের স্মরণী নির্মাণে স্বতস্ফূর্ত ভাবে এগিয়ে আসে বহু সাধারণ মানুষও।
পরিবেশ সচেতনতা সৃষ্টিতে বরিশালে ৫ কিলোমিটার রাস্তাজুড়ে ‘ফুল স্মরণী’

এসময় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশ বিষয়ক গান পরিবেশন করে। নেচে, গেয়ে উৎসাহ দেয়, বৃক্ষ রোপনে আসা অংশগ্রহণকারীদের।
এ কর্মসূচিতে অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আফরোজা মোহনা জানান সারা দেশে এধরনের আয়োজন বরিশালেই প্রথম। এ সড়কে ফুলের গাছ রোপনের ফলে এর সৌন্দর্য্য আরো বৃদ্ধি পাবে। তাই এ কাজে সহযোগিতা করতে তিনি অংশগ্রহন করছেন।

বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো: সাইফুজ্জামান বলেন, ৪.৮ কিলোমিটার সড়কের দুই পাশে ফুলের গাছ রোপন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ৪৮ গ্রুপ স্বেচ্ছাশ্রমে এ বৃক্ষরোপনের কাজ করছে।

কৃষ্ণচূড়া, সোনালু ও জারুল ফুলের গাছ রোপনের মধ্যে দিয়ে সড়কটিকে রঙিন ফুলে আচ্ছাদিত করার লক্ষ্যেই এ অভিযান বলে জেলা প্রশাসক জানান।

বরিশাল ফুল স্মরণী বিনির্মাণ অভিযান নাম দিয়ে ফুলের গাছ রোপনের এই অভিযানটি দেশের মধ্যে প্রথম বলে তিনি দাবি করেন।

/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা