Vision  ad on bangla Tribune

মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি২২:৫৫, জুলাই ১৭, ২০১৭

 

মহাসড়কে সিএনজি অটোরিকশা, পাওয়ার টিলার, লেগুনা, নসিমন, করিমন, ইজিবাইক, বটভটি চলাচল বন্ধসহ ৬ দফা দাবিতে মঙ্গলবার (১৮ জুলাই) ভোর ৬টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

সোমবার (১৭ জুলাই) রাত ৯টায় ব্রাহ্মণবাড়িয়া মেড্ডায় মালিক-শ্রমিক সমিতির কার্যালয়ে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভা থেকে এই সিধান্ত জানানো হয়।

সভায় জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া জানান, ৬ দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্যে পরিবহন ধর্মঘট শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। ধর্মঘট চলাকালে কোথাও কোনও ধরনের বাস-মিনিবাস চলাচল করবে না।

/এআর/

লাইভ

টপ