X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাবিপ্রবি’র ৫ ছাত্রলীগ নেতা সাময়িক বহিষ্কার

পাবনা প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১৫:২৫আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৫:৩১

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনায় ছাত্রলীগের পাঁচ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার রাতে তাদের বহিষ্কারের চিঠি দেওয়া হয়। হল বরাদ্দে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ও বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ ভাঙচুর করার দায়ে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ এনে তাদের বহিষ্কার করা হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিনজন সভাপতি ইয়াসির আরাফাত, মাহমুদ চৌধুরী আসিফ, আব্দুল্লাহ আল মারুফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ কামাল তুহিন ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ প্রসঙ্গে সাময়িক বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সোমবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটেছে, এর সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। কেন্দ্রীয় নেতাদের কাছে ভুল তথ্য দিয়ে আমাকে বহিষ্কার করানো হয়েছে। আশাকরি কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ সঠিক তদন্তের মাধ্যমে আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবেন।

অপরদিকে বহিষ্কৃত সহ-সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাবে প্রকৃত ঘটনা তুলে ধরবো। আশাকরি কেন্দ্রীয় নেতারা নোটিশের জবাব পেলে আমাদের বিষয়টি বিবেচনা করবেন।

এ বিষয়ে জানতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সাধারণ সম্পাদক ওয়ালী উল্লার মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 

প্রসঙ্গত, পাবনা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহেদ সিদ্দিকী শান্ত ও সম্পাদক ওয়ালী উল্লাহ গ্রুপের সঙ্গে সহ-সভাপতি ইয়াসির আরাফাত গ্রুপের মধ্যে ক্যাম্পাসে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ হয়। এ সময় বঙ্গবন্ধু হলের দুটি কক্ষ ভাঙচুর করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!