X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ত্রিশালে জঙ্গি মোজাম্মেলের পরিবার পুলিশের নজরদারিতে

ময়মনসিংহ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১৮:৩৪আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:৪৯

মোজাম্মেলের মা-বাবা আশুলিয়ার নোয়াপাড়ায় গ্রেফতার জঙ্গি মোজাম্মেল হোসেনের পরিবারের সদস্যরা পুলিশের নজরদারিতে রয়েছেন।  মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, দুপুরে থানা পুলিশের একটি দল  মোজাম্মেলের বাড়ি ঘর তল্লাশি করে। ওই সময় মোজাম্মেলের পিতা আব্দুল মান্নান মাস্টার, মা শামসুন্নাহার, ভাবি জেসমিন আক্তারসহ পরিবারেরর সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন পুলিশ সদস্যরা।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জঙ্গি মোজাম্মেল হোসেন সম্পর্কে খোঁজ-খবর নেওয়ার জন্য তার বাড়িতে গিয়েছি। বাড়ি-ঘর তল্লাশি করে কোনও কিছু পাওয়া যায়নি। পরিবারের সব সদস্যের তথ্য সংগ্রহ করা হয়েছে। তার পরিবারের সদস্যরা এখন পুলিশের নজরদারিতে থাকবে।’

মোজাম্মেলের বাবা আব্দুল মান্নান মাষ্টার জানান, মোজাম্মেল আশুলিয়ায় গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় সোমবার (১৭ জুলাই) থেকেই সাধারণ মানুষসহ সাংবাদিকরা তাদের বাড়ি ঘরে এসে মোজাম্মেলের খোঁজ-খবর নিচ্ছেন।

আব্দুল মান্নান মাস্টার বলেন, মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ বাড়িতে এসেছেন। দুপুরে ত্রিশাল থানা পুলিশের একটি দল বাড়িতে এসে ঘর তল্লাশি করেছে। আমাদের পরিবার সম্পর্কে জানতে চেয়েছে।’

মোজাম্মেলের মা শামসুন্নাহার জানান, গ্রেফতার হওয়ার খবর জানার পর থেকে আমাদের বাড়িতে রান্না বন্ধ হয়ে গেছে। আমার ছোট ছেলে মোজাম্মেল জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে এটা বিশ্বাস করতে পারছি না। সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়িতে ভিড় করছে। এ ঘটনায় পরিবারের সবাই বিব্রতকর অবস্থায় রয়েছি।

প্রতিবেশি আব্দুল কুদ্দুস জানান, আব্দুল মান্নান ওরফে লালু মাস্টারের পরিবারের সদস্যরা সাধারণ জীবন-যাপন করেন। কয়েক বছর আগে মাদ্রাসা থেকে অবসর নিয়ে বাড়িতেই থাকেন তিনি। ছোট ছেলে মোজাম্মেল মাদ্রাসায় লেখাপড়া করে। মাঝে-মধ্যে বাড়িতে আসতো। তার বড় ছেলে ওমানে থাকে। এক ছেলে কাঠের ব্যবসা করে। মোজাম্মেল জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে এটা এলাকার কেউ বিশ্বাস করতে পারছেন না।

/এসএমএ/

আরও পড়ুন
‘আশা ছিল আমার মৃত্যুর পর জানাজা পড়াবে’

মাদ্রাসায় যাওয়ার কথা বলে ‘নিখোঁজ’ হয় জঙ্গি মোজাম্মেল

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা