X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সমালোচনা বিএনপির পুরনো অভ্যাস: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ১৯:৪০আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২০:০৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম

ক্ষমতাসীন থাকাকালে বিএনপি জনগণের সম্পদ লুট করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, 'যে কোনও প্রাকৃতিক দুর্যোগে সরকারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশের মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সময়ও বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে বক্তৃতা-বিবৃতি-সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। আওয়ামী লীগের ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়েও তারা সমালোচনা করে। মূলত সমালোচনা করা বিএনপির পুরনো অভ্যাস।'
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় নিজের নির্বাচনি এলাকা সিরাজগঞ্জের কাজীপুরের মাছুয়াকান্দিতে যমুনার ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ নিয়েও বিএনপি সমালোচনা করে। আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করে। সেসব কাজ নিয়েও সমালোচনা করে বিএনপি।'
তিনি আরও বলেন, 'বিএনপি যতই সমালোচনা করুক, আওয়ামী লীগকে দেশের জনগণ ভালোবাসে। আর জনগণের এ ভালোবাসা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয় লাভ করবে।'
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'বন্যা ও ভাঙনের কবল থেকে সিরাজগঞ্জের মানুষকে রক্ষায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই সরকার স্থানীয় পানি উন্নয়ন বিভাগের অধীনে এক হাজার কোটি টাকার উন্নয়নমূলক কাজ করছে। চলতি অর্থবছরেই এ অঞ্চলে আরও সাড়ে চারশ’ কোটি টাকার প্রকল্পের কাজ শুরু হবে। এ প্রকল্পের কাজ সম্পন্ন হলে সিরাজগঞ্জসহ কাজীপুর উপজেলা ভাঙন থেকে রক্ষা পাবে।'
এসময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বিভাগের কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মাইজবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। রাতে কাজীপুর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মন্ত্রীর মতবিনিময়ের কথা রয়েছে।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী