X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

প্রতারণার অভিযোগে নৌবাহিনীর সাবেক সদস্য গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ২২:০৪আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২২:০৪

প্রতারণার অভিযোগে নৌবাহিনীর সাবেক সদস্য গ্রেফতার মো. জসিম উদ্দিন আশরাফ গ্রেফতার চাকরির প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে  নৌবাহিনীর সাবেক সদস্য মো. জসিম উদ্দিন আশরাফকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। সোমবার (১৭ জুলাই) রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. হাসান মোস্তফা স্বপন এ তথ্য জানান।
র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার কুনিয়ানগর গ্রামের মৃত ফজলুল করিমের ছেলে মো. জসিম উদ্দিন আশরাফ নৌবাহিনীর চাকরিচ্যুত অ্যাবল সিম্যান (ল্যান্স কর্পোরাল)। অবৈধ অস্ত্র বহন ও মাদক সেবনের দায়ে তার চাকরি চলে যায়।  এরপর সে নৌবাহিনীর আরও কয়েকজন সাবেক সদস্যদের নিয়ে একটি চক্র তৈরি করে। এদের কাজ ছিল নৌবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া।

কিশোরগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মো. হাসান মোস্তফা স্বপন বলেন, ‘আট সদস্যের এ প্রতারক চক্র সারাদেশে তাদের নিয়োগ করা দলালদের মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে শতাধিক লোকের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ২০১১ সাল থেকে তারা এই প্রতারণা করছে।

র‌্যাবের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার ১০ জনকে চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন। ভুক্তভোগীরা জানান, চক্রটি চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন বিলাসবহুল হোটেলে ভুয়া পরীক্ষাবোর্ড স্থাপন করে চাকরি প্রার্থীদের রীতিমতো লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগপত্র দিতেন। ওইসব নিয়োগপত্র নিয়ে চাকরি প্রত্যাশীরা নৌবাহিনীর বিভিন্ন ক্যাম্পে গিয়ে জানতে পারেন তারা প্রতারণার শিকার হয়েছেন।

র‌্যাব আরও জানায়, প্রতারক চক্র নৌবাহিনীর পোষাকে সজ্জিত হয়ে এসব কাজ করতেন। এ চক্রের সদস্যদের অনেকে সাবেক নৌবাহিনীর সদস্য হওয়ায়, নিয়োগ প্রক্রিয়া, পদ-পদবি সবই তাদের জানা ছিল। তাই তাদের ফাঁদে সহজে ধরা পড়ত চাকরি প্রত্যাশীরা।

কিশোরগঞ্জ ক্যম্পের অধিনায়ক আরও বলেন, ‘পুরো চক্রটিকে শনাক্ত ও আটকের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে তাড়াইল থানায় একটি মামলাও হয়েছে। জসিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে দয়ের করা আরও একটি মামলা সিআইডি তদন্ত করছে।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
রানা প্লাজায় নিহতদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
ভাসানটেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মৃত্যু বেড়ে ৫
জেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
নির্মাণাধীন ভবনমালিকদের মেয়র তাপসের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…