X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কেন্দ্রীয় নেতার সামনে এমপির বিরুদ্ধে জেলা আ. লীগ সভাপতির অভিযোগ

বগুড়া প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ২৩:১৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ২৩:১৭

বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন জাহাঙ্গীর কবির নানক বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমানের বিরুদ্ধে ধুনটে সংগঠন ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করেছেন উপজেলা সভাপতি টিআইএম নুরুন্নবী তারেক। মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে শহরের টিটু মিলনায়তনে বগুড়া জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ অভিযোগ করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। অনুষ্ঠানে সভাপত্বি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। অভিযোগের সময় সংশ্লিষ্ট সংসদ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা সভাপতি টিআইএম নুরুন্নবী তারেক সভায় অভিযোগ করে বলেন, ‘এমপির কারণে ধুনট উপজেলা আওয়ামী লীগ ক্ষত-বিক্ষত ও তছনছ হয়ে গেছে। তিনি ( সংসদ সদস্য) নিজ সংগঠনের বেকার কর্মীদের বঞ্চিত করে বিএনপি-জামায়াতের লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দিয়েছেন। এমপির শ্যালক বিএনপি নেতা ধুনট পৌরসভার সাবেক প্রশাসক আকতার আলম সেলিম আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীর বিরুদ্ধে ২৯ মামলার বাদী। সংগঠনকে দুর্বল করতে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এসব করানো হয়েছে। এখনও তার শ্যালকের দাপটে নেতাকর্মীরা কোনঠাসা। সভায় ধুনট উপজেলা আওয়ামী লীগ সভাপতি তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।’

এ সময় প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও বিশেষ অতিথি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এবং অভিযুক্ত সংসদ সদস্য হাবিবর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় অভিযোগ উত্থাপনের সময় সংসদ সদস্যের সমর্থকরা হতাশ হলেও অন্যপক্ষকে উৎফুল্ল দেখা গেছে।

সভায় প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক তৃণমুল নেতাদের অভিযোগ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা