X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

নাটোরের পদ্মায় ইলিশ রক্ষার প্রস্তাব!

নাটোর প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ০৬:১৬আপডেট : ১৯ জুলাই ২০১৭, ০৬:২২

ইলিশ মাছ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর অংশে ইলিশ মাছের অস্তিত্ব পেয়েছে জেলা মৎস্য অধিদফতর। ইলিশ উৎপাদনের জন্য পদ্মার প্রায় তিন কিলোমিটার অঞ্চলকে ‘সংরক্ষিত’ ঘোষণার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবও পাঠানো হয়েছে। জেলা মৎস্য অধিদফতর কর্মকর্তা আতাউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ জুলাই) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব তথ্য জানান।

উল্লেখ্য, ১৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশজুড়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। 

এ উপলক্ষ্যে নাটোরে পদ্মার পানিতে ইলিশের উপস্থিতিকে চমক হিসেবে অভিহিত করেন জেলা মৎস্য অধিদফতর কর্মকর্তা। তিনি বলেন, ‘নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীর অংশ আছে। সেখানকার ৩টি ইউনিয়ন সংলগ্ন পদ্মার প্রায় ৩ কি.মি. এলাকাজুড়ে ইলিশ পাওয়া গেছে। সম্প্রতি মৎস্য অধিদফতর জাল ফেলে এটি নিশ্চিত করেছে। এছাড়া বছরের অন্য সময়েও এখানে জাটকার উপস্থিতি পাওয়া গেছে।’

বিষয়টি সরেজমিনে নিশ্চিত হওয়ার পর ওই ৩ কি.মি. অংশকে ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় আনতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

ইলিশ রক্ষা কর্মসূচির ব্যাপারে জেলা মৎস্য অধিদফতর কর্মকর্তা আতাউর রহমান খান বাংলা ট্রিবিউনকে জানান, দুই স্তরে এই প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রথমত, সরকার জাটকা সংরক্ষণ কর্মসূচির আওতায় এই প্রস্তাবনা গ্রহণ করলে প্রতিবছর নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত এই অঞ্চলে মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করা হবে। সে সময়ে ওই অঞ্চলের ৩৬০ জন মৎস্যজীবীকে প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে। দ্বিতীয়ত, জায়গাটিকে মা-ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় নেওয়া হলে সরকার ঘোষিত অক্টোবর মাসের ২১-২২ দিনও এখানকার মৎস্যজীবীরা চাল পাবেন। এতে একদিকে যেমন  মৎস্যজীবীরা সরকারী সহায়তার আওতায় আসবেন, তেমনি নাটোর থেকেও নদীর ইলিশ পাওয়া যাবে।

এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
সিলিং ফ্যানের যত্নে ৬ টিপস
শাসন করতে গিয়ে ‘ছুরির আঘাতে’ শিশুর মৃত্যু, গ্রেফতার বাবা
শাসন করতে গিয়ে ‘ছুরির আঘাতে’ শিশুর মৃত্যু, গ্রেফতার বাবা
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ঢাকা লিগের কারণে জিম্বাবুয়ে সিরিজের শুরুতে খেলবেন না সাকিব!
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান