X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একজন গাছ পাগল জহির!

নয়ন খন্দকার, ঝিনাইদহ
১৯ জুলাই ২০১৭, ১০:৪৩আপডেট : ২০ জুলাই ২০১৭, ১১:২২

গাছ বিতরণ করছেন জহির রায়হান জহির রায়হান, ঝিনাইদহে যাকে অনেকে চেনেন গাছ পাগল জহির নামে। সামান্য অক্ষরজ্ঞান সম্পন্ন জহির পেশায় রংমিস্ত্রি। কাজ করে যা আয় হয় তা দিয়ে চালান সংসার। সেই আয়ের কিছুটা বাঁচিয়ে তিনি ১৫ জন এতিম ছেলে ও মেয়ের লেখাপড়ার খরচ চালান। তার লাগানো গাছ চোখে পড়ে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন রাস্তায় ও শিক্ষা প্রতিষ্ঠানে। আর গাছে গাছে দেখা যায় মাটির কলস।

নিজের ও মনিষীদের বাণী বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে লিখে রাখেন তিনি। পরিবেশ রক্ষায় ‘বৃক্ষ রোপণ করুন, ধরিত্রীকে বাঁচান’, ‘বৃক্ষ আপনার দুর্দিনের বন্ধু’, ‘একটি বৃক্ষ একটি জীবন’, ‘বৃক্ষ রোপণ দেশসেবার একটি বড় মাধ্যম’, ‘বৃক্ষ পৃথিবীর পোশাক’ এ ধরনের বাণী অসংখ্য দেয়ালে দেখা যায়। তার লক্ষ্য দেয়াল লিখনের মাধ্যমে পরিব্শে সম্পর্কে মানুষের মাঝে সচেতনতা বাড়ানো।

এছাড়া মাটির কলস দিয়ে কৃত্রিম পাখির বাসা তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করছেন জহির রায়হান। রংমিস্ত্রি হলেও তিনি পরিবেশ রক্ষার কাজও করছেন। দেশের জলবায়ু রক্ষায় গড়ে তুলেছেন নার্সারি। আর সেই নার্সারি থেকে ফলজ, বনজ ও ওষধি গাছ বিনামূল্যে বিতরণ করেন।

আলোচনা সভায বক্তব্য রাখছেন জহির রায়হান খোঁজ নিয়ে জানা গেছে, জহির রায়হানের জন্ম এক হতদরিদ্র পরিবারে। একটু বড় হতেই শ্রমিক পেশা বেছে নিতে হয় তাকে। তবে ছোটবেলা থেকেই তার গাছের প্রতি মমত্ববোধ ছিল। নিজের বসতবাড়ি ছাড়া আর কোনও জমি না থাকায় নিজের ও অন্যের বাড়ির আঙিনায় শুরু করেন গাছ রোপণ। কোনও বাড়িতে  শিশুর জন্ম হলে জহির রায়হান সেই বাড়ির আঙিনায় শিশুটির নামে রোপণ করেন ২/৩টি চারা।

গাছের চারা রোপণের পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য জহির রায়হান বিকল্প কিছু একটা করতে চাচ্ছিলেন। তাই শুরু করেন জলবায়ু রক্ষা আন্দোলন। ‘দেশ আমার, ভাবনাও আমার’ শ্লোগানে জেলার বিভিন্ন গ্রাম ও বাজারে আয়োজন করেন আলোচনা সভা। এসব সভায় মসজিদের ইমাম, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বক্তব্য রাখেন। সভায় অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন পেয়ারা, বকুল, মেহগনি, জলপায়, হরিতকি ও বহেরা গাছের চারা।

গাছ পেয়ে চন্ডিপুর গ্রামের বাসিন্দা সামছুল হক ও আকবার আলী বলেন, ‘জহির রায়হান বিনামূল্যে আমাদের গাছ দিয়েছেন এবং তা রোপণের নিয়মও বলে দিয়েছেন। যদি কোনও সমস্যা হয় তাহলে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।’

এলাকায় বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন জহির রায়হান বৃদ্ধ সামছুল হক বলেন, ‘জলবায়ু পরিবর্তন বিষয়ে আমার আগে কোনও ধারনা ছিল না। জহির রায়হানের আলোচনায় এ বিষয়ে জানতে পারলাম। তাই এখন থেকে বাড়ির আঙিনায় চারা রোপন করবো এবং পরিবেশ দূষণ হয় এমন কাজ করবো না।’

এ ব্যাপারে জহির রায়হান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেশ কয়েক বছর ধরে আবহাওয়া পরিবর্তন হচ্ছে। সময়মতো বৃষ্টি হয় না। আবার অতিবৃষ্টির কারণে ফসলহানি হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলো পরিবেশ রক্ষায় আন্দোলন শুরু করেছে। আমাদেরও এই আন্দোলনে অংশ নিতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিবছর বিনামূল্যে গাছের চারা বিতরণ করেন। আমাদেরও সাধ্যমত গাছের চারা রোপন করতে হবে। তাহলে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারবো।’

এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী