X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

হাকালুকি ও কাউয়াদীঘি হাওরে জীবিকা সংকটে মৎস্যজীবীরা

মৌলভীবাজার প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১১:৪৭আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১১:৪৭

হাকালুকি ও কাউয়াদীঘি হাওরে জীবিকা সংকটে মৎস্যজীবীরা বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত থেকে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। এ কারণে জীবিকার সংকটে পড়েছেন বন্যাকবলিত হাকালুকি ও কাউয়াদীঘি হাওর পাড়ের মৎস্যজীবীরা। প্রতিদিনই তারা মাছ ধরতে যান, কিন্তু চাহিদা মতো মাছ ধরা পড়ছে না। যা পাচ্ছেন তা দিয়ে সংসার চলছে না তাদের।
মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ও আখাইলকুরা এবং রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কালাইপুরা, খইশাউড়া, খোজারগাঁও, কানিয়া, নারাইনপুর, বড়বাড়ি, চঙবাড়ি, অন্তেহরি, কাদিপুর, জুমাপুরসহ পাশাপাশি গ্রামগুলোতে কয়েক হাজার মৎস্যজীবী পরিবারের বসবাস। এসব গ্রামের মৎস্যজীবীরা কাউয়াদীঘি হাওর থেকে মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন। তারা বলেন, অন্য বছর বর্ষার এই সময়ে হাওরে পানি অনেক কম থাকতো। একজন মৎস্যজীবী দিনে ৫০০-৬০০ টাকার মাছ ধরতে পারতেন। কিন্তু এবার বন্যায় হাওরের পানি অনেক বেড়ে যাওয়ায় খুব কম মাছ পাওয়া যাচ্ছে।
কাউয়াদীঘি হাওর পাড়ের কালাইপুরা গ্রামে অনেকের বাড়ির চারদিকে পানি উঠে গেছে। কারও উঠানে পানি, কারও উঠানে কাদা। কারও ঘর থেকে পা ফেললেই পানি। নৌকা ছাড়া ঘর থেকে বের হওয়ার উপায় নেই। হাওরে যাওয়ার জন্য বেশ কিছু বাড়ি থেকে নৌকা নিয়ে বের হন জেলেরা।
একাটুনা ইউনিয়নের কালাইপুরা গ্রামের আলাই মিয়া বলেন, ‘সবকিছু পানির নিচে চলে যাচ্ছে। আমরা গরিব, বছর বছর বাঁশ-বেড়া দিয়ে ঘর বানাই। ৫০-৬০ হাজার টাকা খরচ হয়। এমনিতেই এবার পানিতে বোরো ধান নষ্ট হয়ে গেছে। এখন চারদিকে শুধু পানি। হাওরে মাছ ধরতে গেলেও সারাদিনে দুই-আড়াইশ টাকার মাছ পাই। কোনও দিন খাওয়ার মাছ মেলে। এক কেজি চালের দাম ৫০ টাকা, আট জনের পরিবার। এভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’
একই গ্রামের রেনু মিয়া জানান, তিনি নিবন্ধিত মৎস্যজীবী। এ পর্যন্ত মাত্র একবার ছয় কেজি চাল সাহায্য পেয়েছেন। একই কথা জানালেন কবির মিয়া ও ফরজান আলীও।
নৌকা নিয়ে মাছ ধরতে হাওরে যাচ্ছিলেন আখাইলকুরা ইউনিয়নের খইশাউড়া গ্রামের ইজ্জাত আলী। তিনি বলেন, ‘মাছ ধরতে যাই। সন্ধ্যা পর্যন্ত মাছ ধরবো। বন্যার কারণে দিনে একশ-দেড়শ টাকার মাছ মেলে। আমার কার্ডও (নিবন্ধনপত্র) নাই। কোনও সাহায্যও পাচ্ছি না।
আখাইলকুরা ইউনিয়নের খইশাউড়া গ্রামের বিলাল ও ইলাল মিয়া জানান, তারা ১৪ জন প্রত্যেক দিন দুটি নৌকা নিয়ে কাউয়াদীঘি হাওরে মাছ ধরতে যান। সবাই মিলে দুই-আড়াই হাজার টাকার মাছ পান। এতে প্রতিজনে ১৫০-২৫০ টাকা পান। কোনও দিন আবার খালি হাতেও ফিরে আসেন। একাটুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু সুফিয়ান বলেন, ‘আমার ইউনিয়নে দুই থেকে আড়াই হাজার মৎস্যজীবী আছে। এদের মধ্যে ৪/৫ জন বাদে সবাই অভাবে। তবে আমার ইউনিয়নে এমন কেউ নেই যারা ত্রাণ পায়নি।’
তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ১৪ টন চাল ও ৫ টন গম বিতরণ করা হয়েছে।’
জেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১৩ হাজার ৪০০ নিবন্ধিত মৎস্যজীবী আছেন। তারমধ্যে বড়লেখায় ২ হাজার ৩৪৮ জন ও জুড়ীতে ১ হাজার ৭০৫ জন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, নিবন্ধনের বাইরেও অনেক মৎস্যজীবী রয়েছেন।
এদিকে বড়লেখা ও জুড়ী, কুলাউড়া এই তিন উপজেলা নিয়ে হাকালুকি। বড়লেখা উপজেলার হাকালুকি হাওরের হাল্লা, খুটাউরা, আহমদপুর, মুর্শিবাদকুরা, মুন্সিনগর, নোয়াগাঁও, ইসলামপুর, কাজিরবন্দ, কান্দিগ্রাম এবং জুড়ী উপজেলার বেলাগাঁও, সাহাপুর গ্রামে মৎস্যজীবি পরিবারের বসবাস। এসব এলাকায় বন্যার পানি কিছুটা কমলেও গত বৃহস্পতিবার থেকে গত সোমবার (১৭ জুলাই) পর্যন্ত পানি বাড়তে দেখা যায়। এতে সবমিলিয়ে মৎস্যজীবী পরিবারের চরম দুর্ভোগে দেখা দেয়।
মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার আগাম বন্যা হওয়ায় মাছের উৎপাদন ভালো হয়েছে। তবে এই সময়ে মাছ কম ধরা পড়ে।’
মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন বলেন, ‘মৎস্যজীবীদের জন্য এখানে আলাদা কোনও কর্মসূচি নেই। সাধারণ বরাদ্দের আওতায় তারা ত্রাণ পাচ্ছেন। বন্যাকবলিত এলাকায় ত্রাণ অব্যাহত রয়েছে।’
/এআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!