X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ডিমলায় বন্যার্তদের মধ্যে জেলা ছাত্রলীগের ত্রাণ বিতরণ

নীলফামারী প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ২৩:৫৯আপডেট : ২০ জুলাই ২০১৭, ০০:০৪

ছাত্রলীগের ত্রাণ বিতরণ নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মধ্যে ব্যক্তিগত অর্থায়নে ত্রাণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। বুধবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার ডালিয়া তিস্তা কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ।

এ সময় সাইফুর রহমান সোহাগ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপনাদের (বন্যায় ক্ষতিগ্রস্ত) পাশে এসে দাঁড়িয়েছি। সারাদেশে এভাবে মানুষের পাশে ছুটে যাচ্ছে আওয়ামী লীগসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। কিন্তু বিএনপির কোন নেতা-কর্মী আপনাদের কাছে আসেনি। আপনারা বন্যায় ভাসছেন আর বিএনপি নেত্রী খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশে ত্রাণ নেওয়ার কোনও লোক থাকবে না।’

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মধ্যে জেলা ছাত্রলীগের ব্যক্তিগত অর্থায়নে পাঁচ কেজি করে চাল, আধা কেজি মসুর ডাল, চিড়া, গুড়, লবণ ও পাঁচটি করে খাওয়ার স্যালাইনের প্যাকেট দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যায় ভিটেহারা পূর্বছাতনাই ইউনিয়নের আটটি পরিবারকে এক হাজার করে টাকা দেওয়া হয়েছে।

মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সহসম্পাদক রুহুল আমিন, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফরহাদুরজ্জামান মনির, উপ ত্রাণবিষয়ক সম্পাদক সজল কুমার ভৌমিক, উপসাহিত্য সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, টেপাখড়িবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক প্রমুখ।

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
বাড়তি ফসল মিষ্টিকুমড়ায় কৃষকের মুখে হাসি
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!