X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো

কুড়িগ্রাম প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ০৩:০২আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৪:১৪

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুই লাখেরও বেশি মানুষ দেরিতে হলেও কুড়িগ্রামের বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিতে এগিয়ে এসেছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলার বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ হিসেবে খাদ্র ও নগদ অর্থ সহায়তা দিতে শুরু করেছে। সরকারি ত্রাণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এই ত্রাণ সহায়তা দুর্গতদের দুর্ভোগ কমাতে সহায়তা করছে।
চিলমারীতে ছাত্রলীগের ত্রাণ বিতরণ এ বছর ভারি বর্ষণ ও উজানের ঢলের কারণে কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন দুই লাখেরও বেশি মানুষ। বিশেষ করে কুড়িগ্রাম সদর, চিলমারী ও উলিপুর উপজেলা বন্যার কবলে বেশি পড়েছে। এসব বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ শুরু করেছে রাজনৈতিক দলগুলো। এর মধ্যে মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে চিলমারী উপজেলার পত্রখাতা ইউনিয়নের পত্রখাতা গ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করেছে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ উপস্থিত থেকে বিতরণ করেছেন চাল, ডাল ও নগদ অর্থ। এসময় চিলমারী উপজেলা চেয়ারম্যান শওকত আলী বীরবিক্রমসহ জেলা যুবলীগ ও ছাত্রলীগসহ উপজেলা পর্যায়ের ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে দুই শতাধিক বন্যার্তদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করে ছাত্রলীগ।
কুড়িগ্রাম সদরে বিএনপির ত্রাণ বিতরণ এদিকে, কুড়িগ্রাম জেলা বিএনপিও জেলার বন্যার্তদের মধ্যে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করেছে। বুধবার (১৯ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ওয়াপদা বাঁধে বানভাসী দুইশ পরিবারকে ত্রাণ সহায়তা হিসেবে নগদ পাঁচশ টাকা করে মোট এক লাখ টাকা বিতরণ করা হয়। এসময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানাসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে, মঙ্গলবার চিলমারী ও উলিপুর উপজেলাতেও দুর্গতদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সভাপতি তাসভির-উল ইসলাম। এদিন সকালে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চরে বানভাসী দুইশ পরিবার ও উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের চরে তিনশ পরিবারের মধ্যে নগদ আড়াই লাখ টাকা বিতরণ করা হয়।
উল্লেখ্য, সরকারি হিসাবেই এবারের বন্যায় কুড়িগ্রামে প্রায় দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরকারিভাবে এসব ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সাড়ে নয়শ মেট্রিক টন চাল, ২৩ লাখ টাকা ও ছয় হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর অধিকাংশই বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন-

তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে তাড়াশে এমপির মেজবানি

সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় স্যাটেলাইট ক্লিনিকের কার্যক্রম শুরু

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচের ভেন্যু চূড়ান্ত
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
ফিরলেন ১৭৩ বাংলাদেশি, মিয়ানমারে ফেরত যাবেন ২৮৮ জন
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?