X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফেনীছড়া নদীর ভাঙনে কমে যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ড

জসিম মজুমদার, খাগড়াছড়ি
২০ জুলাই ২০১৭, ০৯:২২আপডেট : ২০ জুলাই ২০১৭, ০৯:২২

ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি) ফেনীছড়া নদীর করাল গ্রাস যেন থামছেই না। প্রতি বছরই ফেনীছড়া নদীর ভাঙনে বিলীন হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বিস্তীর্ণ জনপদ। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ফলে কমে যাচ্ছে বাংলাদেশের ভূখণ্ড, আর ছোট হয়ে আসছে সীমান্ত। এবারের টানা বর্ষণেও তার ব্যতিক্রম ঘটেনি।

পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন আমতলী বিওপি এলাকায় ঘুরে দেখা গেছে, বিস্তীর্ণ ফসলি জমি পানির তোড়ে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একইভাবে ভাঙন অব্যাহত রয়েছে দেওয়ানবাজার ও অযোধ্যা সীমান্ত এলাকায়। টানা বর্ষণে ইতোমধ্যে বাংলাদেশের প্রায় এক কিলোমিটার নদীগর্ভে তলিয়ে গেছে বলে জানা গেছে। দেওয়ানবাজার এলাকায় পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ আহমেদ পিএসসি’র উদ্যোগে ব্লক স্থাপনের মাধ্যমে ভাঙনরোধের চেষ্টা করা হচ্ছে। তবে তা কোনও কাজে আসছে না। ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি)

স্থানীয় কৃষক শাহ এমরান ও মনির হোসেন বলেন, ‘ফেনীছড়া নদীর ভাঙনে দিন দিন বাংলাদেশের ভূখণ্ড নদীতে তলিয়ে যাচ্ছে। এতে আমাদের জমি কমে যাচ্ছে। নদীগর্ভে বিলীন হচ্ছে আমাদের অনেক কষ্টে বোনা ফসল। ফেনীছড়া নদীর ভাঙন রোধে সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন।’

আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল গণি বলেন, ‘অব্যাহত ভাঙনের বিষয়টি পলাশপুর জোন কমান্ডার ও মাটিরাঙ্গা  উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। বাংলাদেশের ভূ-খণ্ড রক্ষায় নদীর তীরবর্তী এলাকায় জরুরি ভিত্তিতে ব্লক স্থাপনের উদ্যোগ নেওয়া দরকার।’ ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি)

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)  বিএম মশিউর রহমান বলেন, ‘খবর পেয়ে আমি ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করে ছবিসহ জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। জেলা প্রশাসক ভাঙন রোধে প্রকল্প গ্রহণের জন্য সহায়তা চেয়ে পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছেন। আশা করছি শিগগিরই কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।’

ইতোমধ্যেই অনেক সীমান্ত পিলার নদীগর্ভে বিলীন হয়ে গেছে উল্লেখ করে পলাশপুর বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল মো. খালিদ আহমেদ পিএসসি জানান, দেওয়ানবাজার এলাকায় বিজিবির উদ্যোগে ভাঙনরোধে ব্লক স্থাপন করা হয়েছে। তবে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কার্যকরী উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফেনীছড়া নদীতে ভাঙন (ছবি: খাগড়াছড়ি প্রতিনিধি)

ভাঙতে ভাঙতে নদী বাংলাদেশের অনেক ভেতরে চলে এসেছে দাবি করে তিনি বলেন, ‘অবিলম্বে ভাঙনরোধ করা না গেলে স্থানীয় কৃষকদের ফসলি জমি নদীগর্ভে হারিয়ে যাবে।’

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন এ বিষয়ে বলেন, ‘আমরা ঘটনাস্থলে যাবো। এরপরে ব্যবস্থা নেবো।’

/বিএল/এফএস/ 

আরও পড়ুন- হার্টের রিং বিক্রি হচ্ছে সরকারি দামেই, তবে…

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ এপ্রিল, ২০২৪)
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
মিয়ানমার থেকে চোরাই পথে আসা ৫ টন কফি পাউডার জব্দ
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন