X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিলেটে জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে অতিথি রাগীব আলী!

তুহিনুল হক তুহিন, সিলেট
২০ জুলাই ২০১৭, ১৪:২২আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৫:৩৪

রাগীব আলী ও ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু কারাগারের ভেতরেও তাদের বিলাসী জীবনযাপন। একাধিক মামলার আসামি হয়েও তারা কারাগারের দাপুটে কয়েদি। রাগীব আলী ও ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনুর আর্থিক প্রভাবে কারাগারের সব অনিয়ম যেন নিয়মে পরিণত হয়েছে। সম্প্রতি সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ছগির মিয়ার বিদায়ী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ মামলায় দণ্ডিত রাগীব আলী। এছাড়াও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে গান পরিবেশন করেন তথ্য প্রযুক্তি মামলাসহ একাধিক মামলায় কারান্তরীণ ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু। সম্প্রতি সিলেট কেন্দ্রীয় কারাগারের ভেতরে এ ঘটনা ঘটে।

কারাগার সূত্র জানায়, জেল সুপার ছগির মিয়ার বিদায়ী অনুষ্ঠান রাগীব আলী ও ফেনুর আর্থিক অনুদানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাগীব আলী ও ফেনু দুজনই অথিতির চেয়ারে বসে বেশ উচ্ছ্বল ছিলেন। বিদায় বেলায় তাদের কাছ থেকে ছগির মিয়া উপঢৌকনও গ্রহণ করেন। এ নিয়ে কারাগারসহ সিলেটের বিভিন্ন মহলে চলছে আলোচনার ঝড়।

এ ব্যাপারে নবনিযুক্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বলেন, ‘বিদায়ী অনুষ্ঠানে আমাকে ডাকা হলে অনুষ্ঠানে উপস্থিত হই।’ অনুষ্ঠানে রাগীব আলীসহ একাধিক মামলার আসামি ফেনুও অতিথি ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মাত্র যোগদান করেছি। এখনও পুরোপুরি দায়িত্ব বুঝে নেইনি। অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে আমি চিনিই না। এমনকি তারা কোনও মামলার আসামি হয়ে থাকলেও তা আমার জানা নেই।’

কারাগার সূত্রে জানা যায়, দুটি মামলায় রাগীব আলী ২৭ বছর এবং তার ছেলে আবদুল হাই ২৯ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছেন। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতি এবং প্রতারণা করে তারাপুর চা বাগান দখলের মামলায় তারা সাজাপ্রাপ্ত। সিলেট কেন্দ্রীয় কারাগারের ১২ নম্বর ওয়ার্ডে থাকছেন ৯২৮৯/এ নম্বর কয়েদি রাগীব আলী। ছেলে আবদুল হাইয়ের কয়েদি নং ৯২৮৮/এ।

নাম প্রকাশে অনিচ্ছুক কারাগারের এক কারারক্ষী বলেন, 'রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাই কারান্তরীণ হওয়ার পর তাদের নিজ টাকায় কারাগারে বিলাসী জীবনের পসরা সাজিয়ে তুলেছেন। দেখলে মনে হবে যেন তারা বাড়িতে বসবাস করছেন। এগুলো সম্পূর্ণ কারাবিধি লঙ্ঘন। এমনকি পরিবারের পক্ষ থেকে নিয়মিত বাইরে থেকে খাবারও যাচ্ছে। এসবের মূল নেপথ্যে টাকা।'

তিনি জানান, কয়েকদিন আগে জেল সুপার ছগির মিয়ার বিদায়ী অনুষ্ঠানে রাগীব আলী ও ব্যবসায়ী ফেনু অতিথি ছিলেন। মূলত এ অনুষ্ঠানের ব্যয় তারাই বহন করেন।

প্রসঙ্গত, জেল সুপার ছগির মিয়া বর্তমানে ময়মনসিংহ কারাগারে দায়িত্বরত রয়েছেন। এ বিষয়ে কথা বলার জন্য একাধিবার মোবাইলে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। 

/বিএল/এফএস/ 

আরও পড়ুন- রাগীব আলীর যত কীর্তি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা