X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জনপ্রশাসন পদক পাচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসকসহ ৬ জন

চাঁদপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৭:০৮আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৭:২৫

জনপ্রশাসন পদক-২০১৭ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পাওয়া ছয় জন (ছবি- প্রতিনিধি)

চাঁদপুরের জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলসহ ছয় জন দলগতভাবে জনপ্রশাসন পদক-২০১৭ এর জন্য চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। সোমবার (১৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হকের সই করা এক ডিও লেটারে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারের জন্য আব্দুস সবুর মন্ডল ((দলনেতা) ছাড়া মনোনয়ন পাওয়া অন্য পাঁচ জন হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হাই, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাণিজ ফাতেমা।

এ ব্যাপারে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ অর্জন ও সম্মান জেলার সব সংসদ সদস্য, রাজনৈতিক নেতা,   জেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সব চেয়ারম্যান ও সদস্য, সব পৌর মেয়র, জেলা পুলিশ, নৌ পুলিশ, কোস্টগার্ড, চাঁদপুর চেম্বার অব কমার্সের সব সদস্য, প্রেসক্লাবের সব সদস্য, সব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), মৎস্য বিভাগ, সব মৎস্যজীবী, সব মৎস্য ব্যবসায়ী, জেলা ব্র্যান্ডিং প্রকাশনা কমিটি, জেলা ব্র্যান্ডিং কমিটির সব সদস্য এবং চাঁদপুরের সাধারণ জনগণের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতার কারণে সম্ভব হয়েছে। এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ও সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘এ পদক চালুর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার আরও বেশি করে কাজ করার উৎসাহ দিচ্ছেন, যার ফলে আমরা মানুষকে আরও বেশি সেবা দিতে পারছি।’

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ২৩ জুলাই পাবলিক সার্ভিস দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পদক দেবেন।

ডিও লেটারে বলা হয়, ‘জনপ্রশাসন পদক আপনাকে কর্মজীবনে আরও অনুপ্রাণিত করবে এবং আপনি জনসেবা প্রদানে আরও সচেষ্ট হবেন।’

উল্লেখ্য, এর আগে গত বছর আইসিটিতে দেশসেরা জেলা প্রশাসক হিসেবে পুরস্কার পান আব্দুস সবুর মন্ডল। ২০১৫ সালে যোগদান করার পর তিনি আইসিটির ওপর গুরুত্ব দেন। জেলার অধিকাংশ ব্যবস্থাই ডিজিটালাইজেশনের আওতায় আসে। ইলিশ মাছকে প্রতীক ধরে চাঁদপুরকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলকে তিনি কাজ করেছেন। এরই অংশ হিসেবে এ জেলাকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ নামে ব্র্যান্ডিং করে সরকার।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
বেসিস নির্বাচনের ৩৩ প্রার্থী
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
সিঙ্গাপুরে রডচাপায় বাংলাদেশি তরুণের মৃত্যু
দলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
উপজেলা নির্বাচনদলের সিদ্ধান্ত না মেনে ভোটে আছেন মন্ত্রী-এমপির যেসব স্বজন
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক