X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতির ৫ মামলায় জামিন পেলেন মৃধা

চট্টগ্রাম ব্যুরো
২০ জুলাই ২০১৭, ১৮:০১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৮:০১

দুদক নিয়োগ বাণিজ্য, জালিয়াতি ও দুর্নীতির দায়ে দায়ের পৃথক পাঁচ মামলায় জামিন পেয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক ইউসূফ আলী মৃধা। বৃহস্পতিবার (২০ জুলাই) মহানগর দায়রা জজ মো. শাহে নূরের আদালত তার জামিন আদেশ দেন। একই আদেশে আদালত ওই মামলার অপর দুই আসামি রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া ও প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানকেও জামিন দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া পৃথক পাঁচ মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ তিনজন জামিন পেয়েছেন। আদালত জামিন আদেশ মঞ্জুর করলেও তারা মুক্তি পাচ্ছেন না। তাদের বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।’

২০১২ সালের ৯ এপ্রিল ঢাকার বিজিবি হেডকোয়ার্টারে টাকার বস্তাসহ আটক হন তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক। এ ঘটনায় দুদক তদন্ত করে ঘটনার সঙ্গে রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধার সম্পৃক্ততা পায়। এ সময় দুদক নিয়োগ বাণিজ্যসহ বেশ কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করেন।২০১৪ সালের ৩ মার্চ মৃধা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের ২৭ এপ্রিল সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ দুর্নীতির দুই মামলায় অভিযোগ প্রমাণ হওয়ায় মৃধাসহ তিন আসামিকে দুই বছর করে সাজা দেন আদালত। এর আগে অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় গত বছরের ৩ আগস্ট ঢাকার একটি আদালত মৃধাকে তিন বছরের সাজা দেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন