X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় কৃষক হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

গাইবান্ধা প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৮:৫১আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৮:৫১

আইন-আদালত গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জিল্লুর রহমান (৪০) নামে এক কৃষককে হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন মোখলেছুর রহমান, আরিফুল ইসলাম, সিদ্দিক মিয়া, আলমগীর হোসেন, আব্দুল জলিল ও সেকেন্দার আলী। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আরিফুল ইসলাম পলাতক রয়েছে। তাদের সবার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার খামার মামুদপুর গ্রামে।

মামলার নথি থেকে জানা যায়, খামার মামুদপুর গ্রামের মোখলেছুর রহমানের সঙ্গে জমিজমা নিয়ে একই গ্রামের জিল্লুর রহমানের দ্বন্দ্ব চলছিল। ২০০৫ সালে ৫ ফেব্রয়ারি মোখলেছুর তার লোকজন নিয়ে জিল্লুরের ওপর হামলা চালায়। এতে জিল্লুর গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান। 

এ ঘটনার পলাশবাড়ি থানায় হত্যা মামলা দায়ের হয়। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বিচারক দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন। আসামিদের মধ্যে একজন পলাতক রয়েছে। অন্যরা কারাগারে আছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা