X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

শিক্ষক শ্যামল কান্তি ভক্তের জামিনের মেয়াদ বাড়লো

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১৯:২৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১৯:২৭

শিক্ষক শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জ বন্দরে এক শিক্ষিকাকে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণের মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের জামিন বর্ধিত করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ হোসনে আরা আকতারের আদালতে শ্যামল কান্তি ভক্ত হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন। 

জামিন মঞ্জুরের পর শিক্ষক শ্যামল কান্তি ভক্ত সাংবাদিকদের বলেন, ‘আমাকে নারায়ণগঞ্জ থেকে বিতাড়িত করার জন্য পূর্ব পরিকল্পনা করে এই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ওই শিক্ষিকা এই মিথ্যা মামলাটি দিত না, তাকে দিয়ে দেওয়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘সেলিম ওসমানের মামলাটির সঙ্গে এই মামলা ওতপ্রোতভাবে জড়িত। তারা চাচ্ছে আমি তাদের পক্ষে গিয়ে মেলামেশা করে মামলাটি তুলে ফেলি। আমি প্রতিনিয়ত হুমকি-ধামকি পাচ্ছি। আমাকে মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।’

তিনি বলেন, ‘আমাকে নানাভাবে প্রস্তাব দেওয়া হচ্ছে, কিন্তু আমি তাদের প্রস্তাবে রাজি নই। আমাকে চাপে রাখতে নানাভাবে চেষ্টা করছে। আমি প্রধানমন্ত্রীর কাছে এই মামলা থেকে অব্যহতির আবেদন জানাচ্ছি।’

উল্লেখ্য, গত ১৩ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কল্যানদীতে পিয়ার সাত্তার লফিত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্মীয় অবমাননা ও কটূক্তির অভিযোগ এনে স্থানীয় এমপি সেলিম ওসমানের নির্দেশে শারিরীকভাবে নির্যাতন ও কান ধরে উঠবস করানোর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। গত বছরের ১৭ জুলাই ওই স্কুলের শিক্ষিকা মোর্শেদা বাদী হয়ে এমপিওভুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে আদালতে মামলা করেন। ওই মামলায় পুলিশ তদন্ত শেষে গত ২৪ মে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ওই দিন বিকালে আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমপর্ণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। পরে ৩১ মে জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত ২০ জুলাই পর্যন্ত শ্যামল কান্তি ভক্তের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করলে তিনি কারাগার থেকে মুক্ত হন।

/বিএল/ 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
তীব্র গরমে যেসব অসুস্থতার ঝুঁকি বাড়ে
চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
উপজেলা নির্বাচনচেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানসহ ২৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
‘হোম অব ক্রিকেটে’ বাংলাদেশের স্পিন কোচ মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ