X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

‘এসব মানুষের চোখের পানি কোনোদিন মুছে যাবে না’

লালমনিরহাট প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ০৪:০৮আপডেট : ২১ জুলাই ২০১৭, ০৯:৩২

সড়ক দুর্ঘটনায় আহত এক শ্রমিকের পরিবারকে চেক তুলে দেওয়ার সময় সান্ত্বনা দিচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হচ্ছে। যে পরিবার তাদের সদস্যদের অকালে হারাচ্ছেন কেবল তারাই বোঝেন এ বেদনা কতটা যন্ত্রণার। এই মানুষগুলোর চোখের পানি কোনোদিন মুছে যাবে না। আমরা যত সহযোগিতাই করি না কেন নিহত ব্যক্তিদের পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব নয়। এজন্য আমাদের সবাইকে সচেতনভাবে সবকিছু করতে হবে। যেন সড়ক দুর্ঘটনায় আর এমন মৃত্যু কোথাও না ঘটে।

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট প্রশাসকের কার্যালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তহবিল ও কেন্দ্রীয় তহবিল থেকে গত ২৪ জুন রংপুর জেলার পীরগঞ্জে সংঘটিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক ও নিহত শ্রমিকদের পরিবারের হাতে চেক বিতরণ অনুষ্ঠান ও সিলিকোসিস রোগ প্রতিরোধ সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বুড়িমারী স্থলবন্দরে সিলিকোসিস রোগে আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা সহযোগিতা দেওয়া হবে। স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে জনসচেতনতা মূলক কর্মকাণ্ড এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এসময় শ্রমিকদের উন্নতমানের মাস্ক ও চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

মন্ত্রী পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় লালমনিরহাটের নিহত ১২ পরিবার ও আহত ২১ পরিবারের হাতে ৫০ হাজার টাকার করে চেক তুলে দেন তিনি।  

অনুষ্ঠানে বিজিএমইএ’র সহসভাপতি আব্দুল মান্নান কচি বলেন, পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে সড়ক দুর্ঘটনায় যেসব পোশাক শ্রমিক নিহত ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশাপাশি এ অঞ্চলের যে কেউ আবেদন করলে যোগ্যতানুসারে চাকুরির ব্যবস্থা করা হবে। আহতদের ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ বহন করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। এসব আবেদন লালমনিরহাটের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদের মাধ্যমে কিংবা স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে হতে হবে বলেও জানান তিনি। 

লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মিকাইল শিপার, কল কারখানা ও প্রতিষ্ঠান মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শামসুজ্জামান ভূইয়া, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান, নিহত শহিদুল ইসলামের স্ত্রী আয়েশা বেগম প্রমুখ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়