X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক জীবনে ফিরতে চান আকবার আলী

মো. আসাদুজ্জামান সরদার, সাতক্ষীরা
২১ জুলাই ২০১৭, ১৩:০০আপডেট : ২১ জুলাই ২০১৭, ১৩:৩৩

নিজ বাড়িতে আকবর আলী তিন মাস আগে ঢাকায় নির্মাণধীন একটি গার্মেন্ট কারখানায় কাজ করার সময় পায়ে পেরেক বিঁধেছিল ৫০ বছর বয়সী আকবর আলীর। আশুলিয়া এলাকার একটি হাসপাতালে চিকিৎসা শুরু করলেও টাকার অভাবে চলে যান নিজের বাড়ি সাতক্ষীরায়। সেখানকার সদর হাসপাতালের চিকিৎসকরা জানান, তার পায়ের চিকিৎসা করাতে যেতে হবে খুলনায়। কিন্তু অর্থাভাবে আর খুলনা যেতে পারেননি আকবর আলী। স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসরা করালেও উন্নতি হয়নি তার পায়ের। বরং ফুলে গিয়ে পা থেকে চামড়া ও মাংস খসে পড়তে শুরু করেছে। এই অবস্থা কাটিয়ে উঠে আকবর আলী আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান।
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত গহর আলীর গাজীর ছেলে আকবার আলী। বছরখানেক আগে কাজের সন্ধানে স্ত্রীকে নিয়ে ঢাকা যান তিনি। দু’জনেই কাজ করতেন নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে। কাজ করতে গিয়েই আকবরের পায়ে পেরেক গেঁথে যায়। এখন তার ক্ষত দিন দিন বাড়ছে। এক পর্যায়ে দুর্গন্ধও ছড়াতে থাকে তার পা থেকে। প্রতিবেশীরা তাই এখন তাদের বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সাতক্ষীরা সদর হাসপাতালে চলছে তার চিকিৎসা।
আকবর আলীর স্ত্রী শরবানু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের আর্থিক অবস্থা ভালো না। ডাক্তাররা বলছেন, ভালো চিকিৎসার জন্য খুলনা বা ঢাকায় নিয়ে যেতে হবে। কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নাই। চিকিৎসা করাতে গিয়ে এরই মধ্যে ঋণ হয়ে গেছে। এখন কেউ আমার স্বামীর চিকিৎসার দায়িত্ব না নিলে আমাদের আর কিছুই করার থাকবে না।’
আকবার আলি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাত্র তিন মাসের মধ্যেই পা থেকে মংস খসে পড়তে শুরু করেছে। জানি না, জীবনে আর কোনোদিন দাঁড়াতে পারব কিনা।’
সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আকবর আলী এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সম্প্রতি আকবরের পায়ের ছবি ভাইরাল হয়ে গেলে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু তার বাড়িতে যান। স্থানীদের সহয়তায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেন।
আসাদুজ্জামান বাবু বলেন, ‘ফেসবুকে ছবি দেখার পর আমার খুব খারাপ লেগেছে। বিনা চিকিৎসায় একজন মানুষ এভাবে দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে— এটা মেনে নেওয়া যায় না।’
বিষয়টি জানার পর সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক সদর হাসপাতালে যান আকবার আলীকে দেখতে। এসময় তিনি আকবর আলীর সুচিকিৎসার জন্য সিভিল সার্জনকে নির্দেশনা দেন।
সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইকবাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইনফেকশন থেকে এই সমস্যা তৈরি হয়েছে। অজ্ঞানতা আর অসচেতনতাই এর কারণ। ডাক্তারের কাছে চিকিৎসা না করিয়ে কবিরাজি চিকিৎসা করানোয় তার অবস্থান অবনতি ঘটেছে।’ এখন এই ক্ষত সারতে সময় লাগবে বলে জানান তিনি।

আরও পড়ুন-

ফেনীর মুহুরী নদীর বাঁধে ভাঙন, ৫ গ্রাম প্লাবিত

১৫ বছর পর খুলনা ছাত্রলীগের সম্মেলন, পদ প্রত্যাশীদের দৌড়ঝাঁপ

নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের চ্যালেঞ্জ নিতে আ.লীগ অক্ষম: মির্জা ফখরুল

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
ঘামে ভেজা ত্বকের যত্নে...
ঘামে ভেজা ত্বকের যত্নে...
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা