X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কোটালীপাড়ায় নারী কাউন্সিলরের বিরুদ্ধে বিধবা ভাতা আত্মসাতের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ২১:০৫আপডেট : ২১ জুলাই ২০১৭, ২১:০৮

গোপালগঞ্জ গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক অবিবাহিত তরুণীকে বিধবা দেখিয়ে বিধবা ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর আকলিমা বেগমের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পৌর মেয়র এইচ এম আহেদুল ইসলামকে গত সোমবার (১৭ জুলাই) চিঠি দিয়েছেন  উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে শুক্রবার (২১ জুলাই) বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন কোটালীপাড়ার পৌর মেয়র।
চিঠির সূত্রে জানা যায়, কোটালীপাড়া পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আকলিমা বেগমের সুপারিশে ২০১৪ সালের জুলাই মাস থেকে বিধবা ভাতা পেয়ে আসছেন অবিবাহিত তরুণী তাছলিমা খানম। তিনি ৩ নং ওয়ার্ডের শিমুলবাড়ি গ্রামের মৃত করিম খলিফার মেয়ে। তাকে স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ বিধবা হিসেবে দেখানো হয়েছে। টাকার বিনিময়ে তাছলিমাকে বিধবা ভাতা পেতে সহায়তা করেছেন বলে কাউন্সিলর আকলিমা বেগমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এমনকি গত ২৭ এপ্রিল তাছলিমাকে পৌরসভার প্রতিবন্ধী তালিকায় অন্তর্ভুক্ত করে ভাতা প্রদানের সুপারিশ করেন ওই নারী কাউন্সিলর।
এ বিষয়ে জানতে চাইলে তাছলিমা খানম বলেন, ‘এখনও আমার বিয়ে হয়নি। এমনকি আমি প্রতিবন্ধীও নই। টাকার বিনিময়ে কাউন্সিলর আকলিমা বেগম আমাকে বিধবা ভাতার কার্ড পাইয়ে দেন। আমি ব্যাংক থেকে ভাতার টাকা তুলি। পরে সব টাকাই কাউন্সিলর নিজে নিয়ে নেন। তিনি আমাকে কোনও টাকা দেননি।’

অভিযুক্ত কাউন্সিলর আকলিমা বেগম বলেন, ‘তাছলিমা অসহায় ও দুঃস্থ। সে অবিবাহিত। তারপরও আমি সমাজসেবা অফিসে যোগাযোগ করে তাকে একটি বিধবা ভাতার কার্ড পাইয়ে দিয়েছি। সে প্রতিমাসে ব্যাংক থেকে টাকা তুলে নিতো। আমি কখনও তার টাকা নেইনি। তবে কার্ড করার সময় সমাজসেবা অফিসে জমা দেওয়ার জন্য আমার কাছে সে এক হাজার টাকা দিয়েছিল। ’

কোটালীপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ‘বিধবা ভাতাপ্রাপ্ত তাছলিমাকে প্রতিবন্ধীর তালিকাভুক্ত করার পর বিষয়টি আমার নজরে আসে। তদন্তে নেমে জানা যায়, তাকে বিধবা ভাতার কার্ড দিয়ে সেই টাকা আত্মসাৎ করছেন কাউন্সিলর আকলিমা। এছাড়া ওই কাউন্সিলর আরও ৯ জনকে বয়স্ক ভাতা দেওয়ার জন্য সুপারিশ করে ভুয়া আইডি কার্ড জমা দিয়েছেন।’

/এএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে  ইসরায়েল?
রাফাহ শহরে আবারও অভিযান চালাবে ইসরায়েল?
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা