X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় ছাত্রলীগের কার্যালয়ে যুবলীগের হামলা, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ০১:৩৩আপডেট : ২২ জুলাই ২০১৭, ০১:৩৯

ছাত্রলীগের কার্যালয়ে হামলা করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে যুবলীগ কর্মীরা (ছবি- প্রতিনিধি)

কুমিল্লার তিতাস উপজেলায় স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে উত্তর জেলা ছাত্রলীগের প্রধান কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের অভিযোগ, যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে কার্যালয়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এসময় হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ (২৫) তিন জনকে পিটিয়ে আহত করে।

শুক্রবার (২১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার গাজীপুরে এ ঘটনা ঘটে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে যুবলীগের একদল কর্মী ছাত্রলীগের কার্যালয়ে যায়। ওই সময় কার্যালয়ে ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। যুবলীগের কর্মীরা মো. নজরুল ইসলামের কাছে উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দামের অবস্থান জানতে চায়। নজরুল ইসলাম এ তথ্য জানাতে অপারগতা প্রকাশ করলে যুবলীগের কর্মীরা কার্যালয়ের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। এসময় তারা কার্যালয়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এর প্রতিবাদ করতে গিয়ে নজরুল ইসলামসহ আরও তিন জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোমেন সাদ্দাম অভিযোগ করেন, ‘মো. তৌফিক, মো. তুষার মিয়া, জসিম মিয়া ও শাহপরানের নেতৃত্বে একদল যুবলীগ কর্মী আমাকে হত্যার উদ্দেশে এ হামলা চালিয়েছে। কিন্তু আমাকে না পেয়ে তারা নজরুলসহ তিন জনকে পিটিয়ে আহত করেছে। এসময় হামলাকারীরা কার্যালয়ে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।’

কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ফরহাদ আহমেদ ফকিরের অভিযোগ, ‘হামলাকারীরা যুবলীগের নামধারী জামায়াত-শিবিরের কর্মী। এদের দ্রুত আটকের দাবি জানাচ্ছি।’

ওসি নুরুল আলম বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়