X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বন্যায় মৌলভীবাজারে ৩০০ কিমি সড়ক ক্ষতিগ্রস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৭:০০আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৭:০১

পানিতে তলিয়ে থাকা রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন (ছবি- প্রতিনিধি)

ভারি বর্ষণের সঙ্গে উজান থেকে নেমে আসা ঢলে সৃষ্ট বন্যায় মৌলভীবাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ৯১ কিলোমিটার এবং স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) অধিদফতরের ১৮৬ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের বিভিন্ন জায়গায় গর্ভ তৈরি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে বাস-ট্রাকসহ অন্যান্য যানবাহন।  এতে জেলার যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্থ হয়ে পড়েছে। সওজ ও এলজিইডি সূত্র এবং সরেজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে দেখা যায়, জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর ও সদর উপজেলার বিভিন্ন সড়কে এখনও কোথাও হাঁটু পানি, কোথাও আবার কোমরসমান পানি জমে রয়েছে। কুলাউড়ার ভুকশিমইল ইউনিয়নের পুশাইনগর-নবাবগঞ্জ সড়কের আট জায়গায় পানি রয়েছে। মীরশংকরসহ আরও বেশ কয়েকটি এলাকার পানি কিছুটা কমলেও এখনও সড়কের পাশে পানি জমে রয়েছে। এসব সড়কের বেশ কয়েক জায়গায় দুই পাশের রাস্তাসহ মাটি ধসে পড়ছে। রাজনগরের কাউয়াদীঘি হাওরপারের রাজনগর-বালাগঞ্জ সড়কের পাঁচ এলাকায় পানি থৈ থৈ করছে। কোথাও কোথাও লোকজন বাঁশ ও কুচুরিপানা দিয়ে ধস আটকানোর চেষ্টা করছে।

অন্যদিকে, অতিবর্ষণে রাজনগর-কুলাউড়া-বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক, জুড়ী-লাঠিটিলা আঞ্চলিক মহাসড়ক, মৌলভীবাজার-শমসেরনগর-চাতলাপুর সড়ক, জুড়ী-ফুলতলা-বটুলী (লিংক রোড গাজীপুর) সড়ক, কুলাউড়া-শমসেরনগর-শ্রীমঙ্গল সড়ক এবং কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর (রবির বাজার-টিলাগাঁও সংযোগসহ) সড়কের ৮০ দশমিক ৫০ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৯০ লাখ টাকা।

সওজ মৌলভীবাজার কার্যালয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় সওজের রাজনগর-কুলাউড়া-বড়লেখা-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক, জুড়ী-লাঠিটিলা আঞ্চলিক মহাসড়ক, মৌলভীবাজার-শমসেরনগর-চাতলা সড়ক এবং জুড়ী-ফুলতলা-বটুলী (লিংক রোড গাজীপুর) সড়কের ৪ দশমিক ৬৩ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক সংস্কার ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ৮১ লাখ ৬৩ হাজার টাকা।

সওজ মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কুলাউড়া-বড়লেখা সড়কের ১০টি স্থান পানিতে ডুবে যায়। যেখানে গর্ত হচ্ছে, সেখানেই আমরা ইট ফেলে গর্ত ভরাটের চেষ্টা করছি। দীর্ঘদিন পানি থাকায় সড়কের মাটি কাদা হয়ে গেছে। যখন ইট ফেলছি, তা টিকছে না। ভারি যানবাহন গেলে কাদার মধ্যে ইট ডুবে যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় চাহিদার কথা জানানো হয়েছে। বরাদ্দ অনুযায়ী কাজ হবে। এখন বন্যা কমার পর কাজ করতে হবে।’

বড়লেখার তালিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তিু দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ইউনিয়নে সাত কিলোমিটার পাকা রাস্তা পানির নিচে। কানুনগো বাজার-কুটাউড়া সড়কের সংস্কারকাজ শুরু হয়েছিল। তার আগে পানি এসে পড়েছে। চাকা চাকা হয়ে পিচ উঠে যাচ্ছে।’

কুলাউড়া ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ইউনিয়নে তিনটি রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদিরপুর হয়ে ভুকশিমইল, জয়চন্ডী হয়ে নবাবগঞ্জ সড়কের পিচ ওঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এভাবে আরও কিছুদিন চললে সড়কের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবেনা।’

এলজিইডি মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাস্তার ওপর এখনও বন্যার পানি। এতে অনেক সড়কে যাওয়া যায়নি। পানি সম্পূর্ণ নামলে ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব জানা যাবে।’

তিনি আরও বলেন, মৌলভীবাজারে সর্বমোট পাকা রাস্তা ১৫৫৮টি। এর মধ্যে ৪৮৯৬ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এসব রাস্তার বেহাল দশা, রাস্তার ঢালাই উঠে গেছে। ফান্ড না থাকায় এসব রাস্তা মেরামত করা যাচ্ছে না।’

/এসএসএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি