X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চোখ হারানো শাহজালালের দৃষ্টি ফেরার সম্ভাবনা ক্ষীণ

খুলনা প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৮:৪৮আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৮:৫৩

দুই চোখ হারানো শাহজালাল শাহজালালের চোখে আলোর ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ফরিদুল হাসান। শনিবার (২২ জুলাই) তার চোখে অস্ত্রোপচার করা হয়েছে। অধ্যাপক ফরিদুল হাসান বলেন, ‘চোখে অপারেশন করা হয়েছে। তবে তার চোখের আলো ফেরার সম্ভাবনা খুবই কম। ফিরে পেলেও তা খুবই ক্ষীণ হবে।’ শাহজালালের চোখে ধারালো কিছু আঘাত করা হয়নি বলেও জানান তিনি।

এক লাখ টাকা না পেয়ে খুলনার খালিশপুর থানা পুলিশ শাহাজালালের চোখ উপড়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করে বলেছে, গত ১৮ জুলাই রাতে খুলনার নয়াবাটির রেলবস্তি এলাকায় ‘ছিনতাইকারী’ হিসেবে মারধর করে জনতা  শাহজালালের চোখ উপড়ে ফেলে। বরিশালের কাউখালীর শাহজালাল গত ১৬ জুলাই তার শ্বশুরবাড়ি খুলনার নয়াবাটির রেলবস্তি গিয়েছিলেন। শবে বরাতের আগে তার সঙ্গে ঝগড়া করে স্ত্রী রাহেলা কন্যাশিশু আঁখিকে নিয়ে খুলনায় বাবার বাড়ি রেলবস্তিতে চলে যান। তাকে ফেরাতে এসেই ‍দু’দিন পর নির্মম এ ঘটনার শিকার হন শাহজালাল।

কিন্তু কোথায় কিভাবে এ ঘটনা ঘটল? এ বিষয়ে জানতে ঘটনাস্থলে গিয়ে ও বিভিন্ন জনের সঙ্গে কথা বলে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। শাহজালালের চোখ কে তুলেছে জানতে চাইলে খালিশপুর থানার ওসি নাসিম খান ক্ষিপ্ত হয়ে বলেন, ‘জনতা ছিনতাইকারীর চোখ তুলেছে, আমাকে অপরাধী বানানোর চেষ্টা করছেন কেন?’ খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র বিশেষ শাখার এডিসি মনিরা খাতুন বলেন, ‘গোয়ালখালী বাসস্ট্যান্ডে জনতা শাহজালালের চোখ উপড়েছিল।’ খালিশপুর থানার ওসি নাসিম খানও একই স্পটের কথাই জানান। কিন্তু বাসস্ট্যান্ড এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে তথ্যটি নিশ্চিত হওয়া যায়নি।

গোয়ালখালী বাসস্ট্যান্ড মোড়ের কয়েকজন দোকানদার জানান, ১৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে রেলক্রসিংয়ে ছিনতাইয়ের ঘটনার পর এক নারীর চিৎকারে লোকজন জড়ো হয়। এ সময় একজনকে জনতা ধরে মারধর করে। তখন বেশ চিল্লাচিল্লিও হয়। পরে পুলিশ এসে আটক করা লোকটিকে নিয়ে যায়। তবে তার চোখ উপড়ে ফেলা হয়েছিল- এমন তথ্য জানাননি কেউই। স্থানীয় ব্যবসায়ী রাকীব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অনেক লোকজনের ভিড়ের মধ্যে ঘটনা সম্পর্কে  ভালোভাবে কিছু বোঝা যায়নি।’ আরেক ব্যবসায়ী সোহেল সরদার বলেন, মোড়ে অনেক লোকের ভিড় ছিল। দোকান থেকে শুধু লোকজনের চেঁচামেচিই শোনা গেছে। পরে পুলিশ এসে একজনকে নিয়ে যায়।’

ওই মোড়েই রয়েছে খালিশপুর থানা ছাত্রলীগের একটি অফিস। থানা ছাত্রলীগের সহসাংগঠনিক সম্পাদক এম রশিদ আহমেদ মিম বলেন, ‘স্থানীয় লোকজন এক ছিনতাইকারীকে আটক  করে। তখন তাকে গণপিটুনি দেওয়ারও খবর পাওয়া যায়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। তখন ছিনতাইকারীর কী অবস্থা ছিল দেখা হয়নি।’

শাহজালালের শাশুড়ি প্লাটিনাম জুট মিলের বদলি শ্রমিক রানী বেগম জানান, রাতে জামাইকে ছিনতাইকারী হিসেবে আটক করার খবর পেয়ে মেয়ে রাহেলাসহ তিনি থানায় যান। সেখানে ১১টার দিকে তারা থানা হাজতে শাহজালালকে দেখেন। তখন তার পায়ে আঘাতের চিহ্ন ছিল। কিন্তু চোখমুখে কোনও সমস্যা ছিল না। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ জামাইকে নিয়ে বের হয়ে যায়। এরপর রাত ৩টার দিকে খবর পেয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে জামাইকে মেঝেতে শোয়া ও চোখ উপড়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এ তথ্য পাওয়ার পর চোখ উপড়ানোর সুনির্দিষ্ট তথ্য জানতে ফোনে কথা হয় ওসি নাসিম খানের সঙ্গে। প্রশ্ন শুনেই তিনি রেগে গিয়ে বলেন, ‘১১ মামলার আসামি একজন অপরাধীকে জনতা মারধর করে। তাতে তার চোখ নষ্ট হয়। এখানে আমাকে অপরাধী বানানোর চেষ্টা করছেন কেন?’

শাহজালালের শাশুড়ি বলেন, ‘স্বামীর সঙ্গে ঝগড়া করে রাহেলা শবেবরাতের আগে কাউখালী থেকে খুলনায় চলে আসে। ১৬ জুলাইর দিকে তাকে ফিরিয়ে নিতে খুলনায় আসে শাহজালাল। আমরা তাকে (শাহজালাল) খুলনায় কয়েকদিন থেকে যাওয়ার জন্য বলি।  ঘটনার দিন সন্ধ্যার পর ১০ মাসের শিশুকন্যা আঁখির জন্য দুধ কিনতে রেলবস্তির এই বাসা থেকে বের হয় শাহজালাল। রাতে ৯টার পর খবর আসে তাকে রাসেল নামের এক পুলিশ সদস্য ধরে নিয়ে গেছে। ছাড়াতে অনেকে টাকা লাগবে।’

এ বিষয়ে খালিশপুর থানার এএসআই  রাসেল বলেন, ‘ওই রাতে আমার কোনও ডিউটি ছিল না। আমি ওই ঘটনা সম্পর্কে কিছুই জানি না। কারা কী উদ্দেশ্যে আমার নাম এ ঘটনায় জড়াচ্ছে তা আমি জানি না।’

বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শাহজালাল। সেখানে তার সঙ্গে থাকা স্ত্রী রাহেলা মোবাইল ফোনে বলেন, ‘এখানে আনার পরও চোখ থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না। শনিবার দুপুরে চোখে অপারেশন করা হয়েছে।’ তিনি শাহজালালের বরাদ দিয়ে বলেন, ‘শাহজালালকে বিশ্বরোড এলাকায় নিয়ে পুলিশ হাত-পা বেঁধে চোখ উপড়ে দেয়। তবে বিশ্বরোডের কোন স্থানে ঘটনা ঘটেছে সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।  অসুস্থ্ থাকায় তাকে বেশি কিছু জিজ্ঞেসও করা যাচ্ছে না।’

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কবিগুরুর  ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
কবিগুরুর ১৬৩তম জন্মজয়ন্তী: গঠিত হলো সোসাইটি, দেশজুড়ে বর্ণিল আয়োজন
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ শুরু
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা