X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পূর্বধলা ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনা প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৯:২৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:৩৩

নেত্রকোনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ সাত জন আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে এখন আর কোনও উত্তেজনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনির নেতৃত্বে ১০-১৫ জনের একটি বহিরাগত দল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। অন্যদিকে, উপজেলা ছাত্রলীগ নেতা সুপথ চক্রবর্তী রিংকুর নেতৃত্বে কলেজ শাখার বেশ কয়েকজন নেতাকর্মী বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করতে যান। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ালে কলেজের বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা সুপথ চক্রবর্তী রিংকু বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান সরকারের উন্নয়নবিরোধী কথাবার্তা ও সংগঠনবিরোধী কার্যকলাপ করে আসছিল। এরই প্রেক্ষিতে কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পদত্যাগের দাবিতে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিল। সমাবেশ পণ্ড করতেই মূলত তারা কলেজ ক্যাম্পাসে হামলা চালায়।’

অন্যদিকে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি বলেন, ‘কলেজে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তারা ক্যাম্পাসে গিয়েছিলেন। এসময় দুই পক্ষে কথাকাটাকাটি হয়েছে মাত্র।’

পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, ‘আমি কলেজের কাজে একটু বাহিরে ছিলাম। শুনেছি, ছাত্রলীগের দুই পক্ষে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ওসি অভিরঞ্জন দেব বলেন, ‘কলেজে ছাত্রলীগের দুই পক্ষের কথাকাটাকাটি হয়েছে। এ ঘটনায় ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি