X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৯:৪১আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:৫২

নিহত সাবিনা নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী সাবিনা বেগমকে হত্যা ও শ্যালিকা শারমিনকে আহত করার অভিযোগ উঠেছে। স্বামী নাছির উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২২ জুলাই) সকালে ফতুল্লার ভুইগর কড়ইতলায় নুর হাসানের বাড়িতে (সাবিনাদের ভাড়া বাসা) এ ঘটনা ঘটেছে। বাংলা ট্রিবিউনকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১২ বছর আগে রাজধানী রাজারবাগের হযরত আলীর ছেলে নাছির উদ্দিনের সঙ্গে ফতুল্লার ভুইগর কড়ইতলার গিয়াস উদ্দিনের মেয়ে সাবিনা আক্তারের বিয়ে হয়। এই দম্পতির দুই মেয়ে— ছয় বছর বয়সী নাদিয়া আক্তার ও চার বছর বয়সী সাদিয়া আক্তার।
নিহত সাবিনা বেগমের খালু আরমান মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সম্প্রতি নাসিরের বন্ধু সজলের সঙ্গে সাবিনার মোবাইল ফোনে কথা বলার সূত্র ধরে দু’জনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। আত্মীয়-স্বজন ও স্থানীয় জনপ্রতিনিধের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। গত রোজার প্রথম দিনে দুই মেয়েকে রেখে সাবিনা ফতুল্লায় তার বাবার ভাড়া বাসায় চলে আসে।’
আরমান মিয়া আরও বলেন, ‘শুক্রবার (২১ জুলাই) সাবিনা ও তাদের বাড়ির মালিক নুর হাসান মোবাইল ফোনে নাসিরের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে নাসির বোরকা পরে ওই বাড়িতে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় বোনকে বাঁচাতে শারমিন এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করে নাসির। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে নাসিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।’
আহতদের নারায়ণগঞ্জ তিনশ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাবিনা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শারমিনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় বলে জানান সাবিনার আত্মীয়রা।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সাবিনার স্বামী নাসির উদ্দিন মাদকাসক্ত। নাসিরকে গ্রেফতার করা হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।’ সাবিনা বেগমের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন-

লামার পাহাড়ে যুবকের লাশ, কঙ্কাল ও অস্ত্র উদ্ধার

পূর্বধলা ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৭

‘সাংবাদিকদের প্রতিবাদের মুখে ৫৭ ধারা বাতিলের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী’

/এনআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
সরকারি প্রতিষ্ঠানে একাধিক পদে চাকরি
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
এখনই হচ্ছে না হকির শিরোপা নিষ্পত্তি, তাহলে কবে?
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি