X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

তিস্তা ব্যারেজ, হতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র

নীলফামারী প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২০:১২আপডেট : ২২ জুলাই ২০১৭, ২০:১২

নীলফামারীর ডালিয়া ব্যারেজ নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ দেশের সব চেয়ে একটি সেচ প্রকল্প। এ প্রকল্প ঘিরে তিস্তার পাড়ে সারা বছর বিভিন্ন এলাকা থেকে থেকে অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন। ঈদ কিংবা পুজা নয়, উৎসব ছাড়াও বছরের প্রতিটি দিনই ভিড় জমে এখানে। স্থানীয়রা মনে করেন ব্যারেজকে ঘিরে গড়ে উঠতে পারে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র।
ব্যারেজ এলাকায় আসা ভ্রমণ পিপুসু লোকজন জানান, ব্যারেজে সবুজ অরণ্যের নয়ানাভিরাম দৃশ্য সবাই মন কাড়ার মতো। ব্যারেজের সবুজ অরণ্যে পাখিদের মিষ্টি কলরব আর কোলাহলমুক্ত পরিবেশ মানুষকে টানে। তিস্তার পানি নিয়ন্ত্রণের জন্য উঁচু কন্ট্রোল টাওয়ার, সুইচ খালের পানি থেকে বালি সরানোর সিলট্রাপ, নদীর ডান তীর বাঁধের নির্মিত স্পার, সবুজের হাতছানি, শিহরণ জাগানিয়া বাতাস যেন নৈসর্গিক। সব মিলিয়ে সৌন্দর্যের পরিপূর্ণতায় সুসজ্জিত ডালিয়া তিস্তা ব্যারেজ।

ব্যারেজ নির্মাণের পরই হাজার মানুষের মন জয় করে নিয়েছে তিস্তা পাড়। দিনে দিনে আরও জনপ্রিয় হয়ে ওঠেছে এ জায়গাটি। দিনাজপুরের রানিরবন্দর এলাকা থেকে আসা জালাল উদ্দিন বলেন, ‘এতো সুন্দর জায়গা তাই বার বার ছুটে আসি। কিন্তু টয়লেট, পানি ও ছাউনিসহ আনুষাঙ্গিক ব্যবস্থা না থাকায় ভোগান্তি পোহাতে হয় আমার মতো অন্য মানুষদেরও।’

বেড়াতে আসা এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, অবসর নামের ‘বালাখানা’ রয়েছে এখানে। ব্যারেজে একটি আন্তর্জাতিক মানের লজ ছাড়াও ডালিয়া ও দোয়ানীতে রয়েছে আলাদা দু’টি বাংলো।

‘সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র’ হতে পারে উল্লেখ করে স্থানীয়রা বলেন, ‘এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এলাকার অসংখ্য মানুষের আয়-রোজগারের পথ তৈরি হবে। তিস্তা পাড় ও চরাঞ্চলের কর্মহীন মানুষের স্থায়ী কর্মসংস্থানও হবে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজার রহমান জানান, ব্যারেজ এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার চিন্তা-ভাবনা রয়েছে কর্তৃপক্ষের। তিনি বলেন, ‘দ্রুত আনুষাঙ্গিক প্রক্রিয়া শুরু করা হবে।’

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়