X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

পানি কমতে শুরু করায় যমুনা ও বাঙালি নদীর তীরে ভাঙন

বগুড়া প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২১:০৩আপডেট : ২২ জুলাই ২০১৭, ২১:০৪

বাঙালি নদীর ভাঙনে চর গোদাগাড়ি প্রাথমিক বিদ্যালয়টি হুমকির মুখে (ছবি-বগুড়া প্রতিনিধি)

বগুড়ার সারিয়াকান্দিতে পানি কমতে শুরু করায় যমুনা ও বাঙালি নদীর তীরে ভাঙন শুরু হয়েছে। প্রবল স্রোত ও ঘূর্ণাবর্তের কারণে বিভিন্ন এলাকায় বড় ধরণের ভাঙন দেখা দিয়েছে। একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনা নদী গর্ভে বিলীন হচ্ছে। এর ফলে নদীর তীরবর্তী জনগণের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। তারা ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দির কুতুবপুর ইউনিয়নের ধলিরকান্দি গ্রাম থেকে চন্দনবাইশা ইউনিয়নের ঘুঘুমারি গ্রাম পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এরইমধ্যে ২৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ধলিরকান্দি থেকে চন্দনবাইশা পর্যন্ত ৫.৯ কিলোমিটার নদী তীর সংরক্ষণ প্রকল্পের ঘুঘুমারি গ্রামের রিভার্টমেন্ট এলাকার ৫০০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া গত কয়েকদিনে বাঙালি নদীর তীরবর্তী নারচী ইউনিয়নের চর গোদাগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে নারচী মালোপাড়া, ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা, কুতুবপুর ইউনিয়নের মাছিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ও হাটশেরপুর ইউনিয়নের নিজবরুরবাড়ি গ্রামে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। চর গোদাগাড়ি প্রাথমিক বিদ্যালয় ও মাছিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের মুখে পড়ায় অভিভাবক ও শিক্ষার্থীরা চিন্তিত হয়ে পড়েছেন।

যমুনা নদীর ভাঙনের ফলে হুমকির মুখে নদীর তীরবর্তী এলাকা (ছবি- বগুড়া প্রতিনিধি)

চর গোদাগাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, গত ৫ দিন ধরে এখানে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। ফলে শিক্ষার্থীরা স্কুলে আসতে সাহস পাচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার বালি ভর্তি জিওটেক্স বস্তা ফেলে ও বাঁশের পাইলিং করে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন।

চন্দনবাইশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন দুলাল জানান, ঘুঘুমারি গ্রামের রিভার্টমেন্ট এলাকায় ভাঙন দেখা দেওয়ায় ২৭টি পরিবার আতঙ্কে ঘরবাড়ি অন্য জায়গায় সরিয়ে নিয়েছে।

এ ব্যাপারে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন সাংবাদিকদের জানান, আর একটু পানি কমলে ভাঙনের স্থানে কাজ শুরু করা হবে।

/জেবি/

আরও পড়তে পারেন: বগুড়ায় শিক্ষক পেটানো যুবলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী