X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, সঙ্গে থাকা টাকা না পাওয়ার অভিযোগ পরিবারের

গাজীপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২০:৪১আপডেট : ২২ জুলাই ২০১৭, ২১:৩৫

এই গাড়িতে ছিলেন নিহত ব্যবসায়ী জাকির রাজধানীর উত্তরার বাসা থেকে ২৭ লাখ টাকা নিয়ে গাজীপুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত হয়েছেন। তবে দুর্ঘটনার পর নিহতের কাছে টাকা না পাওয়া যাওয়ায় তার স্বজনরা এই মৃত্যুকে রহস্যজনক বলছেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুর ন্যাশনাল পার্কের ৩নং গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। সালনা হাইওয়ে থানা ও জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ি এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। তবে ঘটনাস্থলে কারা আগে পৌঁছেছে, তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
জানা গেছে, নিহত ওই ব্যবসায়ীর নাম জাকির হোসেন (৪২)। তিনি গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় বিভিন্ন পোশাক কারখানায় ঝুট ব্যবসা করতেন তিনি।
নিহতের ভাই নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাকির হোসেন সপরিবারে ঢাকার উত্তরায় থাকতেন। বাঘের বাজার এলাকার কয়েকটি পোশাক কারখানায় ঝুট ব্যবসা করতেন তিনি। ওই কারখানাগুলোকে দেওয়ার জন্যই তিনি ২৭ লাখ টাকা নিয়ে বের হন। দুর্ঘটনার খবর শুনে আমরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ পেলেও সঙ্গে থাকা টাকার কোনও হদিস পাইনি। ফলে এই দুর্ঘটনা নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন উঠেছে।’
স্থানীয়দের বরাত দিয়ে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, রাতে ওই ব্যবসায়ী একা একটি মাইক্রোবাস চালিয়ে ঢাকা থেকে বাঘের বাজারের দিকে যাচ্ছিলেন। অজ্ঞাত একটি যান তার মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। শ্রীপুর ফায়ার সার্ভিসকে উদ্ধারের জন্য ডাকা হলে তারা এসে ব্যবসায়ীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যবসায়ী জাকিরের কাছে থাকা টাকার বিষয়ে জানতে চাইলে ওসি আব্দুল হাই বলেন, ‘সালনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জয়দেবপুর থানার হোতপাড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। তাই এ বিষয়ে সালনা থানা পুলিশের কিছু জানা নেই।’
এদিকে, জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিহতের কাছে মোটা অঙ্কের টাকা থাকার ব্যাপারে আমরা কিছুই জানি না। হোতাপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সালনা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জিহাদ আবার বলেন, ‘পুলিশ কন্ট্রোল রুম থেকে বার্তা পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এর আগেই সালনা হাইওয়ে ও হোতাপাড়া ফাঁড়ি পুলিশ ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আমরা পৌঁছানোর আগেই ভিকটিম উদ্ধার হয়ে যাওয়ায় আমরা ফিরে আসি।’ ঘটনাস্থলে উপস্থিত নিহত ব্যবসায়ীর স্বজনরা টাকা-পয়সা পাচ্ছে না— এমন কথা শুনলেও এ বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে কোনও তথ্য নেই বলে জানান তিনি।
/জেবি/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
কোপেনহেগেনের ঐতিহাসিক স্টক এক্সচেঞ্জ ভবনে আগুন
ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
ফরিদপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১৩ঈদের ছুটি শেষে ফিরছিলেন ঢাকায়, পথেই শেষ ৪ সদস্যের পরিবার
কাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
সিনেমা সমালোচনাকাজলরেখা: ঘোড়া, গরু, হাতিগুলো স্বাস্থ্যবান নয়
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি