X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ম্যালেরিয়ার সংক্রমণে শীর্ষ তিন পার্বত্য জেলা

রাঙামাটি প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২২:৩৫আপডেট : ২২ জুলাই ২০১৭, ২২:৩৫

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। ছবি- প্রতিনিধি

ম্যালেরিয়া সংক্রমণে শীর্ষ অবস্থানে আছে দেশের পার্বত্য অঞ্চলের তিন জেলা। প্রথম স্থানে বান্দরবান, দ্বিতীয় রাঙ্গামাটি ও  খাগড়াছড়ির অবস্থান তৃতীয়। জাতীয় স্বাস্থ্য অধিদফতর ও দ্যা গ্লোবাল ফান্ড (জিএফএটিএম)-এর যৌথ জরিপে এ প্রতিবেদনে পাওয়া যায়। শনিবার (২২ জুলাই) রাঙামাটিতে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের ম্যালেরিয়া বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. এমএস আক্তারুজ্জামান।

তিনি বলেন,‘রাঙামাটিতে ম্যালেরিয়ার সংক্রমণ কমাতে ইতোমধ্যে বেসরকারি সংস্থা ব্র্যাককে সঙ্গে নিয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ২০৩০ সালের মধ্যে পার্বত্য এলাকাকে ম্যালেরিয়ামুক্ত করা যাবে বলে আমরা আশাবাদী।’

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে দ্যা গ্লোবাল ফান্ড (জিএফএটিএম)-এর সহযোগিতায় ও জাতীয় স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘রাঙামাটির ৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই খারাপ।’ সেগুলো পুননির্মাণ ও সংস্কারের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এছাড়াও পার্বত্য তিন জেলার প্রতিটিতে ম্যালেরিয়া প্রতিরোধে প্রতিবছর তিন কোটি টাকা বরাদ্দ চেয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের (ম্যালেরিয়া অ্যান্ড প্যারাম্যাট্রিক ডিজিজ কন্ট্রোল ইউনিট) উপ-পরিচালক শেখ মো. আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন সিদ্দীকি, বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন ডা. সোনিয়া চক্রবর্তী, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন রাঙামাটি জেলার সভাপতি ডা. স্নেহ কান্তি চাকমা, বাংলাদেশ বেতারের আঞ্চলিক পরিচালক মো. সালাহ উদ্দিন ও ডা. বিনোদ শেখর চাকমা।

এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
দুবাই হয়ে ট্রানজিট ফ্লাইট স্থগিত করলো এমিরেটস
ঢাকা শিশু হাসপাতালে আগুন
ঢাকা শিশু হাসপাতালে আগুন
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
রাজশাহীতে বইছে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগী
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ