X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

পাঁচ মাস ধরে নিখোঁজ রাবি শিক্ষার্থী ফরহাদ

রাবি প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ২৩:২৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৩:০৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রুহুল কুদ্দুস মীর ফরহাদ আলীকে পাঁচ মাসের বেশি সময় ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজের দুই মাস পর সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও এখন পর্যন্ত তার কোনও খোঁজ পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফরহাদের মা ফাহিমা খাতুনের অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় যাওয়ার পথে নগরীর ডিঙ্গাডোবা মোড় থেকে র‌্যাব পরিচয়ে ফরহাদকে একটি গাড়িতে তুলে নেওয়া হয়। এ ঘটনার পর রাজপাড়া থানায় জিডি করতে গেলেও পুলিশ তা নেয়নি। এপ্রিল মাসে জিডি গ্রহণ করে পুলিশ। কিন্তু এখনও ফরহাদের কোন খোঁজ মেলেনি।

জিডিতে উল্লেখ করা হয়, ১৪ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে একটি পুরনো মোটরসাইকেল নিয়ে ভাটাপাড়ার বাসা থেকে বিশ্ববিদ্যালয়ের পথে রওনা দেন ফরহাদ। মোটরসাইকেলটি ডিঙ্গাডোবা মোড়ের একটি গ্যারেজে রেখে ৯টা ৪০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাস ধরার জন্য মোড়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন তিনি। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম লেখা একটি মাইক্রোবাস সেখানে এসে দাঁড়ায়। গাড়ি থেকে চার-পাঁচজন লোক নেমে ফরহাদকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় কয়েকজন লোক বাড়িতে ফোন করে বিষয়টি জানায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ফরহাদের খোঁজ নিতে থাকেন। কিন্তু এখনও তার কোনও খোঁজ পাওয়া যায়নি। রুহুল কুদ্দুস মীর ফরহাদ

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিভাগের কোনও শিক্ষক-শিক্ষার্থীর সাথে এরকম ঘটনা ঘটলে আমরা শৃঙ্খলা কমিটির মাধ্যমে বিষয়টি তদারকি করি। ফরহাদের বিষয়ে আমরা র‌্যাব অফিসে খোঁজ নিয়েছিলাম। কিন্তু তারা কিছু জানেন না বলে জানায়।’

তিনি আরও বলেন, ‘আমি যতটুকু জানি, ফরহাদ তাবলীগ জামায়াত করতো। একটু ধার্মিক ছিল এবং প্রচুর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতো। খুবই চঞ্চল স্বভাবের ছেলে ছিল সে। ব্যক্তিগতভাবে আমার কখনও মনে হয়নি সে খারাপ কিছুর সাথে জড়িত।’

এ ব্যাপারে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তিনি নতুন এসেছেন। তাই এ বিষয়ে কিছু জানেন না। তবে বিষয়টি খোঁজ নেওয়ার কথাও বলেন তিনি।

একই সুরে কথা বলেছেন র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘এটি অনেক আগের ঘটনা। তাই বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখতে হবে।’

এএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!