X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

কুমিল্লার পার্কগুলো কি শুধু উচ্চবিত্তদের?

মাসুদ আলম, কুমিল্লা
২৩ জুলাই ২০১৭, ০৭:১৫আপডেট : ২৩ জুলাই ২০১৭, ০৮:৩৬
image

কুমিল্লার পার্কগুলো কি শুধু উচ্চবিত্তদের?

সম্প্রতি কুমিল্লার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে বেসরকারি বিনোদন পার্ক। অধিকাংশ পার্কের রাইড গুলোর ফি চড়া। যা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাগালের বাইরে। বিনোদন প্রেমী মানুষরা পার্ক গুলোর রাইডের ফি সহজলভ্য করার দাবি জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, কুমিল্লা নগরী ঢুলিপাড়া, লালমাই পাহাড়ে, ব্লু ওয়াটার পার্ক, লালমাই লেকল্যান্ডসহ কয়েকটি পার্ক রয়েছে। তার মধ্যে নগরীর ঢুলিপাড়া ফান টাউন রাইডে বেশি ফি আদায় করছে। এ পার্কের আত্মপ্রকাশ হয়েছে শিশুদের বিনোদন পার্ক হিসেবে। পার্কটি শহরতলীর খুব কাছাকাছি হওয়ায় শুরুতেই জমে উঠে। বিভিন্ন দিবস ও জাতীয় অনুষ্ঠানগুলোতে দর্শনার্থীদের ঢল নামে।
নাগরদোলায় প্রতিজন ৫ মিনিটের জন্য ৫০ টাকা, সেল্ফ কন্ট্রোল এরোপ্লেন ১০০ টাকা, মেরিগো রাউন্ড প্রতিজন ৫০ টাকা, বাম্পার কার জনপ্রতি ১০০টাকা, প্যাডেল বোট প্রতিটি ১০০ টাকা, ট্রেন প্রতিজন ৫০ টাকা, ১৫ ডি সিনেমা প্রতিজন ১০০ টাকা, ইনডোর গেমস প্রতিজন ৫০ টাকা এবং সুইং চেয়ার প্রতিজন ১০০ টাকা। যা উচ্চবিত্ত শ্রেণির মানুষ ছাড়া ছড়া সম্ভব নয়।

বিনোদন স্থানটিতে ঘুরতে আশা দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করে জানান, একটু অবসর সময় কাটাতে ফান টাউনে ঘুরতে এসে বিপাকে পড়ছেন। যেখানে শিশুদের জন্য বিশেষ সুবিধার কথা, সেখানে মায়ের হাতে ধরা থাকা ৪ বছরের শিশুটিকেও ৫০ টাকার টিকেটের দাম দিয়ে প্রবেশ করতে হচ্ছে। বাইর থেকে ভিতরে প্রবেশের জন্য ৫০ টাকা হলেও ভিতরের রাইডগুলোর দাম আরো চড়া। এ ফি উচ্চবিত্ত শ্রেণির মানুষ ছাড়া অন্য শ্রেণির মানুষগুলোদের জন্য কঠিন হয়ে পড়েছে।

নার্গিস আক্তার নামের এক মহিলা জানান, ফান টাউন পার্কটিতে তেমন কোন জায়গা নেই। রয়েছে ৯/১০টি আধুনিক রাইডার। সেগুলোতে চড়তে প্রতিজনকে গুণতে হচ্ছে শত টাকা করে। এতে নি¤œবিত্ত, মধ্যবিত্তের মানুষগুলোকে সন্তান ও স্বজনদের নিয়ে এসে তাদের চাহিদা পূরণ করতে পারছেন না। উল্টো মন খারাপ করে তাদের বাড়ি ফিরে যেতে হচ্ছে।

শুক্রবার ফাতেমা আক্তার ৩ সন্তান নিয়ে ফান টাউনে ঘুরতে এসে বিপাকে পড়েছেন। তিনি জানান, দিনটি শুক্রবার হওয়ায় সন্তানদের নিয়ে একটু ঘুরতে ইচ্ছে হয়েছিল। ৫ জনই ৫০ টাকা দামে টিকেট কেটে প্রবেশ করেছি। ভিতরে গিয়ে দেখি ঘুরে দেখার কিছুই নেই, শুধু টাকার খেলা।

ফান টাউনের পরিচালক মোঃ নূরে আলম জিকু বলেন, ফান টাউনে বিনোদনের জন্য যে রাইডগুলো আমরা ব্যবহার করছি, সেগুলো অনেক দামী। বন্ধের দিনগুলো এবং দিবসের ছুটিগুলো ছাড়া সব সময় দর্শনার্থী না হওয়ায় আমরা পুষিয়ে উঠতে পারি না। তাছাড়া বেশির ভাগ উচ্চবিত্ত শ্রেণির মানুষই ফান টাউনে বেশি আসে। মধ্যবিত্ত শ্রেণির মানুষগুলো বিনোদনের জন্য সন্তাদের নিয়ে ফান টাউনে এসে ঘুরে ফিরে চলে যায়।
এ ব্যাপারে কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম বলেন, সব ধরনের বিনোদন কেন্দ্রগুলো একটু সহনীয় পর্যায়ে থাকা উত্তম। কারণ একটি বিনোদন স্থানে সর্বস্তরের বিনোদন প্রেমী মানুষ আসে। তারপরও বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখবো।
/এমএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
শিল্পী সমিতির নির্বাচন: কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন