X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

গাজীপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৪:১৯আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৫:২৭

 

গাজীপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৪ বছর পর গাজীপুর জেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার পার্টির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার সন্ধ্যা ৭টার দিকে দলীয় কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটির এই তালিকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের হাতে তুলে দেন ।

এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর শুধু গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। তখন সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হিসেবে ইকবাল হোসেন সবুজের নাম ঘোষণা করা হয়। কমিটির বাকি সদস্যদের নাম শুক্রবার অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি এসএম নজরুল ইসলাম, ডা. আব্দুল কাদের, অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ ইব্রাহীম, অ্যাডভোকেট হুমায়ুন কবীর, নাসিম কবির, আবু আক্তার হোসেন খান বুলু, সফি উদ্দিন মোড়ল, কাজী মোশারফ হোসেন বাবুল, অ্যাডভোকেট আমানত হোসেন খান।

যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দূর্জয়, অ্যাডভোকেট আশরাফী মেহেদী, মোশারফ হোসেন শিকদার। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রফিক উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আমীর হামজা, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম খান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাকিম, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত কুমার সাহা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদিকা লুৎফুন নাহার মেজবাহ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ফকির, যুব ও ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির হিমু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রেজাউল করিম রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন মন্ডল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আইয়ুব হাসান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ, রেজাউল করিম লষ্কর মিঠু, আকবর আলী, উপ-দফতর সম্পাদক আব্দুস সামাদ আজাদ, উপ-প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ মাহমুদুল কবির।

সদস্যরা হচ্ছেন-অ্যাডভোকেট রহমত আলী এমপি, আক্তারুজ্জামান, সিমিন হোসেন রিমি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, মোতাহার হোসেন মোল্লা, আজগর রশিদ খান, বাবু খগেন্দ্র চন্দ্র জগন্নাথ, শহীদুল্লাহ, অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, মোশারফ হোসেন দুলাল, আব্দুল গণি ভূইয়া, মোস্তাফিজুর রহমান বুলবুল, মিজানুর রহমান প্রধান, কামাল উদ্দিন শিকদার, মুরাদ কবির, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, মান্নান শরীফ, আব্দুল ওয়াহাব মিয়া, আব্দুল জলিল, মোয়াজ্জেম হোসেন পলাশ, আব্দুল লতিফ শেখ, হাবিবুর রহমান খান, নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, শাহ আলম সরকার, ইঞ্জিনিয়ার হামিদুল হক, আব্দুর রশিদ সরকার, নূরুল হক আকন, মাহাতাব উদ্দিন, অ্যাডভোকেট শাহজাহান, অ্যাডভোকেট রুহুল আমীন সরকার, অ্যাডভোকেট মাসুদুল হক, মোশারফ হোসেন জয় ও তাসলিমা রহমান লাভলী।

উল্লেখ্য, ২০০৩ সালের ২৯ জুন গাজীপুর জেলা কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ার ১৪ বছর পর ফের শুক্রবার গাজীপুর জেলা আওয়ামী লীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

 /জেবি/

আরও পড়তে পারেন: ওসমানী বিমানবন্দরে তিন কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
রবিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া