X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

তিন তলা বাড়ির মালিক পেলেন বয়স্ক ভাতার কার্ড!

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ১৮:৪৬আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৮:৪৬

নিশি কান্ত সাহা ঝিনাইদহের কালীগঞ্জে তিন তলা বাড়িসহ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদের মালিক নিশি কান্ত সাহা পেয়েছেন বয়স্ক ভাতার কার্ড (বই নং ৬৭৩৩)। প্রতি মাসে তিনি ৫০০ টাকা করে বয়স্ক ভাতা পাবেন বলে বইতে উল্লেখ করা হয়েছে। বইতে স্বাক্ষর করেছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আইনাল হক। এতে এলাকাবাসী হতবাক হয়েছেন।

তিন তলা বাড়ির মালিক নিশি কান্ত সাহা কিভাবে কার্ড পেলেন জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা আইনাল হক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখবো। যদি তিন তলা বাড়ির মালিক কার্ড পেয়ে থাকেন— সেটা আমি বাতিল করে যে পাওয়ার যোগ্য তাকে দেওয়ার চেষ্টা করবো।’

আইনাল হক জানান, ‘কমপক্ষে ৬৫ বছর বয়সী পুরুষ ও ৬২ বছর বয়সী মহিলারা বয়স্ক ভাতার কার্ড পান। যারা অস্বচ্ছল, অসহায় ও গরিব তারাই এই কার্ড পাওয়ার যোগ্য। এছাড়া প্রতিবন্ধী ও অক্ষম ব্যক্তিরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন।’

নিশি কান্ত সাহার তিন তলা বাড়ি মালিয়াট ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, ‘গ্রামে নিশি কান্তের ২০ বিঘার মতো জমি ছিল। সেই জমি বিক্রি করে তিনি কালীগঞ্জে জমি কিনে বাড়ি করেছেন। নিশি কান্ত এক সময় ভারত থেকে অবৈধ পথে পণ্য এনে ব্যবসা করতেন। গ্রামে এখনও তার ১০ কাঠার ওপর দুইটি পাকা ঘর রয়েছে।’

কলেজ পাড়ার কয়েকজন জানান, নিশি কান্ত সাহার দুই ছেলে। বড় ছেলে প্রদীপ সাহা ইউনিলিভার কেম্পানিতে চাকরি করেন। তিনি যশোর জেলার অভয়নগর উপজেলাতে থাকেন। ছোট ছেলে বেথুলী ডিএসবি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করেন। ছোট ছেলের স্ত্রী পলি রানী সাহাও কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার রোস্তম আলী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাইজুর রহমান চুন্নু বলেন, ‘কলেজ পাড়ায় ৫/৬টি নতুন কার্ড বরাদ্দ এসেছে। যাদের কার্ড দেওয়া হয়েছে তারা সবাই প্রভাবশালী।’ এক রাজনৈতিক নেতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘৮৮টি কার্ড বরাদ্দ হয়েছে। সেখানে কাউন্সিলরদের ভাগে ৯টি করে পড়ে। কিন্তু তিনি (রাজনৈতিক নেতা) আমাদের দিয়েছেন ২টি করে।’

নিশি কান্ত সাহার কার্ড তিনি জানান, নিশি কান্তের বয়স্ক ভাতার কার্ড দেওয়ার ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে উপজেলা চেয়ারম্যান তাকে কার্ডটি করে দিয়েছেন বলে শুনেছেন।

নিশি কান্ত সাহা বলেন, ‘কার্ড করিলাম। তা ক্যানসেল করে দিচ্ছি। আমার তিন তলা বিলাস বহুল বাড়ি, অবস্থাও ভাল। কিন্তু আমার খুব অসুবিধা। ছেলেরা যা আয় করে তাদেরই চলে না।  আর সব ছেলেরা তো আমাকে টাকা পয়সা দেয় না। সবার যখন কু-দৃষ্টি লাগছে তা আর দরকার নেই।’ 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, ‘একজনের পক্ষে সব কি দেখা সম্ভব হয়? তবে মেয়র ও কাউন্সিলরের সঙ্গে কথা বলে তালিকাগুলো নিয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এজন্য সময়ের প্রয়োজন।’

/এনআই/বিএল/ 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা