X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সার্কিট হাউজের বকেয়া ভাড়া জমা দিলেন সেই বিচারক

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৭, ২২:২১আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২২:৩৩

সিএমএম আলী হোসাইনকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে পাঠানো চিঠির প্রতিলিপি (ছবি- প্রতিনিধি) অবশেষে বরিশাল সার্কিট হাউজের বকেয়া আট মাসের ভাড়া জমা দিয়েছেন বরিশালের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আলী হোসাইন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃতির অভিযোগে বরগুনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনের বিরুদ্ধে দায়ের হওয়া আলোচিত মামলাটি এই বিচারকের আদালতে ছিল। রবিবার সোনালী ব্যাংকের বরিশাল করপোরেট শাখায় তিনি বকেয়া ৯৩ হাজার ৯৫০ টাকা জমা দিয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সোনালী ব্যাংকের বরিশাল করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসাইন। তবে ওই টাকার রশিদের কপি এখনও সার্কিট হাউজে পৌঁছেনি বলে জানা গেছে সার্কিট হাউজ সূত্রে।
সোনালী ব্যাংকের বরিশাল করপোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার দুপুরে বিচার আলী হোসাইনের পক্ষ থেকে ৯৩ হাজার ৯৫০ টাকা জমা হয়েছে ট্রেজারি চালানের মাধ্যমে। ব্যাংকের অফিসার (ক্যাশ) মহিউদ্দিন আহমেদের সই করা ওই চালানের কোড ১/০৭৪২/০০০০/২৬৮১।’
বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান জানান, সার্কিট হাউজের ভাড়া পরিশোধের জন্য ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জামা দিয়ে এর রশিদ সার্কিট হাউজের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়। তবে ব্যাংকে টাকা জমা হলেও সার্কিট হাউজ কর্তৃপক্ষ এখনও ওই টাকার রশিদ পায়নি বলে জানিয়েছেন সার্কিট হাউজের দায়িত্বে থাকা নাজির মামুনুর রশিদ। তিনি বলেন, ‘বিচারক আলী হোসেন ব্যাংকের মাধ্যমে বকেয়া ভাড়া পরিশোধ করেছেন বলে শুনেছি। তবে এমন কোনও রশিদ এখনও আমরা পাইনি।’
এ বিষয়ে বরিশাল মহানগর মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আলী হোসাইনের মোবাইল নম্বরে একাধিকবার চেষ্টা করলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
উল্লেখ্য, বরিশাল মহানগর মুখ্য বিচারিক হাকিম বরিশাল আলী হোসাইন বরিশাল সার্কিট হাউজে আট মাস থাকলেও মাত্র চার দিনের ভাড়া পরিশোধ করেছিলেন। সরকারি নীতিমালা অনুযায়ী, জেলা সার্কিট হাউজের ৭নং কক্ষে এক থেকে তিন দিন পর্যন্ত প্রতিদিন ৯০ টাকা করে এবং চার থেকে সাত দিন পর্যন্ত ১২০ টাকা করে এবং সাত দিনের ঊর্ধ্বে প্রতিদিনের জন্য চারশ টাকা করে ভাড়া দিতে হবে। এ হিসাবে সিএমএম আলী হোসাইনের কাছে মোট পাওনা ছিল ৯৩ হাজার ৯৫০ টাকা। এ বিষয়ে ২০১৬ সালের ৪ আগস্ট সিএমএম আলী হোসাইনকে জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখা থেকে তৎকালীন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কল্যাণ চৌধুরী চিঠি দিলেও ভাড়া পরিশোধ করেননি বিচারক আলী হোসাইন।

আরও পড়ুন-

বরিশালের বিভাগীয় কমিশনারের চিঠিতেই ভুল বানানে বঙ্গবন্ধুর নাম

সার্কিট হাউজের আট মাসের ভাড়া দেননি বরিশাল মুখ্য মহানগর হাকিম!

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা