X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

রামবুটান চাষে ঝুঁকছেন শিবপুরের কৃষকরা

আসাদুজ্জামান রিপন, নরসিংদী
২৪ জুলাই ২০১৭, ০৯:৪১আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৯:৫০

শিবপুরে রামবুটান গাছ বিদেশি ফল রামবুটান চাষে সফল নরসিংদীর শিবপুরের কৃষক জামাল উদ্দিন। তার এ সফলতা আশা জাগিয়েছে এলাকার অন্যান্য কৃষকদের মনে।বাজারে ব্যাপক চাহিদা ও ভালো দাম পাওয়ায় সুস্বাদু ফলটি চাষ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা।

কৃষি বিভাগ বলছে, নরসিংদীর উঁচু বা টিলা এলাকার মাটি রামবুটান চাষের জন্য উপযোগী। এখানে রামবুটান চাষে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।

রামবুটান চাষি জামাল উদ্দিনের সঙ্গে কথা বলে জানা গেছে,২০০৬ সালে চাকরি শেষে ব্রুনাই থেকে গ্রামের বাড়ি অষ্টআনী গ্রামে ফেরেন। আসার সময় তিনি সঙ্গে আনেন এক কেজি রামবুটান। খেতে সুস্বাদু ফলটি দেশের মাটিতে উৎপাদনের জন্য এর বীজ রোপন করেন বাড়ির আঙিনায়। এ থেকে চারা গাছ বের হয়। পরীক্ষামূলকভাবে লটকন বাগানের ভেতরে ১৭টি চারা লাগান তিনি। এর মধ্যে ৭টি গাছ বেড়ে ওঠে। ২০১২ সালে প্রথমবারের মতো তার একটি গাছে অল্প পরিমাণে ধরে রামবুটান ।বিক্রি না করে প্রথমবার ফলগুলো পরিবারের সদস্যদের নিয়ে খান। দ্বিতীয় বছর একটি গাছ থেকে ১০ হাজার টাকার রামবুটান বিক্রি করেন। তৃতীয় বছর ৩টি গাছে ফল ধরে। সেবার বিক্রি করেন ৫০ হাজার টাকার। চতুর্থ বছর বিক্রি করেন ৬০ হাজার টাকার ফল। চলতি বছর তার ৫টি গাছ থেকে লক্ষাধিক টাকার ফল বিক্রি করতে পারবেন বলে আশাবাদী জামাল উদ্দিন।

জামাল উদ্দিনের রামবুটানে গাছে এভাবে ফলন ধরেছে

তিনি বলেন,‘প্রথম প্রথম স্থানীয় বাজারে এই অপরিচিত ফলের কদর ছিল না। ধীরে ধীরে এর পরিচিত বাড়ায় ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে ফলটির।ঢাকা থেকে পাইকাররাও রামবুটান কেনার আগ্রহ প্রকাশ করছেন।’

বিদেশি এই ফলটি স্থানীয় বাজারে ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি এবং প্রতি পিস ২০-৩০ টাকায় বিক্রি করছেন তিনি।

কাঁচা অবস্থায় সবুজ ও পাকলে লাল রঙ ধারণ করে রামবুটান। ফলের উপরের খোসা ফেলে দিলে ভেতরের অংশটা দেখতে লিচুর মতো, স্বাদে-গন্ধে অতুলনীয়।

বাগান থেকে রামবুটান তুলছেন জামাল উদ্দিন

অনেকে এই ফলের গাছ দেখতে জামালের বাড়িতে আসেন। এলাকার অনেক চাষি এ ফল চাষে আগ্রহী। স্থানীয় নার্সারীগুলোয় পাওয়া যাচ্ছে রামবুটানের চারা।

একই গ্রামের কৃষক রজব আলী বলেন, ‘রামবুটান চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন জামাল উদ্দিন। তার সফলতা দেখে আমারও রামবুটানের বাগান করার ইচ্ছা জেগেছে। এরই মধ্যে বেশকিছু সংখ্যক চারা রোপন করেছি।’

মজনু মিয়া নামে আরেকজন বলেন, ‘আমি অন্যাদের দেখে একটি চারা লাগিয়েছিলাম। চলতি বছর১০ হাজার টাকার ফল বিক্রি করতে পারবো বলে আশা করছি।’

রামবুটান চাষে ঝুঁকছেন শিবপুরের কৃষকরা

কৃষক আবু সিদ্দিক মিয়া বলেন,‘খরচের তুলনায় রামবুটান চাষ লাভজনক হবে বলে আশা করছি। নার্সারিতে ২০০-৩০০ টাকায় নার্সারিকে চারাও পাওয়া যাচ্ছে। তবে ঝড়ের কারণে একটু সমস্যা দেখা যাচ্ছে।’ 

নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক লতাফত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন,‘লটকন সমৃদ্ধ এলাকায় রামবুটান চাষে জামাল উদ্দিনের সফলতার দেখে অনেকেই এটি চাষে আগ্রহী। সাধারণত উঁচু এলাকা রামবুটান চাষের উপযোগী। ফলটি চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।’

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা