X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বান্দরবানে পাহাড় ধস: দ্বিতীয় দিনের অভিযান শুরু

বান্দরবান প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১০:১৭আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১০:২২

 

 

বান্দরবান-রুমা সড়কে পাহাড় ধস, ফাইল ছবি

বান্দরবানে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের দ্বিতীয় দিনের অভিযান শুরু হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেছে।

শনিবার (২২ জুলাই) রাত থেকে ভারি বর্ষণ শুরু হয়। এতে রবিবার (২৩ জুলাই )  বান্দরবান-রুমা সড়কের দনিয়াল পাড়ার কাছে পাহাড় ধসে সড়কের উপর পড়ে। এতে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। এসময় একটি বাস  দনিয়াল পাড়ার কাছে পৌঁছালে যাত্রীরা বাস থেকে নেমে সড়কটি পায়ে হেঁটে পার হওয়ার সময় পুনরায় তাদের ওপর পাহাড় ধসে পড়ে। ঘটনাস্থল থেকে চিংমেনু মার্মা (১৮) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন মুন্নি বড়ুয়া (৩০), মেসিং মার্মা (১৫), রুমা উপজেলা কৃষি ব্যাংকের সেকেন্ড অফিসার গৌতম নন্দী (৪৮) ও রুমার পোস্ট মাস্টার রবিউল (৫০)।

এছাড়াও নারী উন্নয়ন কর্মী অং থোয়াই মার্মা (২৬), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন (৪৮) ও মিনঝিড়ি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন তংচঙ্গ্যাকে আহত অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

বান্দরবানে পাহাড় ধসে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আহাজারি

রবিবার সারাদিন উদ্ধার অভিযান চালানোর পরও নিখোঁজদের উদ্ধার করতে সক্ষম হয়নি। সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান বন্ধ করা হয়। সোমবার সকালে থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘ঘটনার পরপর ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। আজ সারাদিন বৃষ্টিপাত কম থাকলে নিখোঁজদের লাশ উদ্ধারের চেষ্ঠা চালানো হবে।’

বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন,‘আমি পাহাড় ধসের সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যাই। নিহত ও নিখোঁজদের পরিবারের প্রত্যেককে বিশ হাজার টাকা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হযেছে।’

গত মাসের ১২ তারিখে পাহাড় ধসে সড়কটি ভেঙে রুমার সঙ্গে বান্দরবানের যোগাযোগ প্রায় এক মাস বন্ধ ছিল। চলতি মাসের ১৩ তারিখ সেনাবাহিনী সড়কটি সংস্কার কাজ সমাপ্ত করে গাড়ি চলাচলের জন্য খুলে দেয়। এর ১২দিনের মাথায় আবারো পাহাড় ধসে অচল হয়ে পড়লো যোগাযোগ ব্যবস্থা।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!