X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

তৃতীয় দিনের মতো বিক্ষোভে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

বরিশাল প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৪:৩০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:০১

বিক্ষোভরত শিক্ষার্থীরা (ছবি- প্রতিনিধি)

ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. এস এম ইমামুল হকের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীরা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর একাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে এ কর্মসূচি শুরু করেন। তবে তুমুল বৃষ্টির কারণে বেলা দেড়টার দিকে তারা ওই স্থান ত্যাগ করেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে ২০ জুলাই থেকে শুরু হওয়া আন্দোলনের অংশ হিসেবে আজ (সোমবার) সকাল সাড়ে ৮টা থেকে ছাত্রলীগের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা দাবি আদায়ের পক্ষে বিভিন্ন শ্লোগান দেন। মূল ফটক দিয়ে একাডেমিক ভবনে কাউকেই প্রবেশ করতে দেননি। তবে অন্য ফটক দিয়ে বিনা বাধায় ওই ভবনে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মী আবু তালহা তোহা জানান, শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

ছাত্রলীগ নেতা ফিরোজুল ইসলাম বলেন, ‘নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া এবং মুক্তিযোদ্ধা কোটা না মানায় এ কর্মসূচি দেওয়া হয়েছে।’

ছাত্রলীগ নেতারা জানান, বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা তুলে ধরে দাবিনামা তৈরি করা হচ্ছে। দাবি না মানা হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলম বলেন, ‘আন্দোলনকারীরা কী চাচ্ছে, সেটাই আমাদের কাছে স্পষ্ট না। তারা আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। লিখিত আবেদনের মাধ্যমে দাবি পেশ করতে বলেছি আমরা। আর নিয়োগ প্রক্রিয়া যথাযথ নিয়ম মেনেই হয়েছে।’

মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে শ্লোগান দিয়ে আন্দোলন করছে, কোনও বিশৃঙ্খলার খবর পাইনি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়