X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভারী বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম

চট্টগ্রাম ব্যুরো
২৪ জুলাই ২০১৭, ১৬:৪৯আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৭:১৮

হাঁটু পানি ভাঙছেন নগরবাসী (ছবি- রবিন চৌধুরী)

দুই দিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বন্দর নগরী চট্টগ্রাম। শনিবার (২২ জুলাই) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর হালিশহর, সিডিএ আবাসিক, গোসাইলডাঙাসহ অধিকাংশ এলাকার বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার নগরীর খাতুনগঞ্জ, আসাদগঞ্জ ও চাক্তাই এলাকায়ও দোকানপাট পানিতে ডুবে গেছে। টানা বৃষ্টির সঙ্গে জোয়ারের পানিতে এখানে হাঁটু পরিমাণ জলাবদ্ধতা তৈরি হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল থেকে আরেক দফা শুরু হওয়া বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে পুরো চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

আবহওয়া অফিসের ডিউটি অ্যাসিসটেন্ট সৈয়দা মিমি পারভিন বলেন, ‘আজ (সোমবার) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৯৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল সকাল ১০টা পর্যন্ত এ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।’ তিনি আরও বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামসহ পাবর্ত্য এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে।’

সেচা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পড়া পানি (ছবি- রবিন চৌধুরী)

এদিকে, পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে বন্যা ও নদী ভাঙনের আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছগির আহমেদ বলেন, ‘শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টি আর রবিবারের জোয়ারের পানিতে খাতুনগঞ্জের দোকানপাটে পানি ওঠে যায়। এসময় ওই এলাকার অধিকাংশ দোকান পানির নিচে তলিয়ে যায়। আজও (২৪ জুলাই) নিচ তলার দোকানগুলোতে হাঁটু পরিমাণ পানি জমেছে।’

তিনি আরও বলেন, ‘খাতুনগঞ্জে চার হাজারের বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এখানে প্রতিদিন গড়ে দুই হাজার কোটি টাকার বেশি লেনদেন হয়। গত দুই দিনের জলাবদ্ধতায় দোকানে পানি ঢুকে কমপক্ষে ৭০-৮০ কোটি টাকার মালামাল নষ্ট হয়েছে।’

ব্যবসা প্রতিষ্ঠানে পানি (ছবি- রবিন চৌধুরী)

শুধু খাতুনগঞ্জ নয়; বৃষ্টির পানি আর জোয়ারে আগ্রাবাদ, হালিশহর, এক্সেস রোড, সিডিএ আবাসিক, গোসাইলডাঙা এলাকায় কোমর পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া বাকলিয়া, চান্দগাঁও, হামিদচর, মোহরা, কাপ্তাই রাস্তার মাথা, পুরনো চান্দগাঁও থানা, পাঠানিয়া গোদা, ষোলশহর দুই নম্বর গেট, প্রবর্তক মোড়সহ নগরীর নিম্নাঞ্চল হাঁটু পরিমাণ পানিতে ডুবে গেছে। এসব এলাকার হাজার হাজার মানুষ গত দুই দিন ধরে পানিবন্দি হয়ে রয়েছেন। অফিস আদালত, হাসপাতাল, স্কুল ভবনেও পানি ঢুকেছে। অনেকে বাসায় শুকনো খাবার খেয়ে দিন যাপন করছেন বলে জানা গেছে।

অন্যদিকে, পানিতে রাস্তাঘাট ডুবে যাওয়ায় সড়কে যানবাহন চলাচল কমে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। জলাবদ্ধতার কারণে সোমবার অনেকে অফিস-আদালতে যেতে পারেননি বলে জানিয়েছেন। আর যারা গিয়েছেন তাদের পোহাতে হয়েছে নানা রকমের দুর্ভোগ। আধা কিলোমিটার পথ পাড়ি দিতে কাউকে কাউকে গুণতে হয়েছে একশ’ থেকে দেড়শ’ টাকা।

আগ্রাবাদ এক্সেস রোড় এলাকার বাসিন্দা রেজোয়ান আহমেদ জানান, ‘বৃষ্টি হলেই হালিশহর, আগ্রাবাদ এলাকা ডুবে যায়। বৃষ্টি আর জোয়ারের পানি একাকার হলে তো মহাবিপদ। নৌকা নিয়ে চলাচল করতে হয়। আজ অফিসে যেতে এক কিলোমিটার পথ অতিক্রম করতে দেড়শ’ টাকা রিকশা ভাড়া দিয়েছি।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা