X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় ৩ দিনের রিমান্ডে আরেক সহপাঠী

চট্টগ্রাম ব্যুরো
২৪ জুলাই ২০১৭, ১৮:৫২আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৮:৫৮

আতিফ শেখ ভারতীয় শিক্ষার্থী আতিফ শেখ হত্যার ঘটনায় তার আরেক সহপাঠী উইনসন সিং এর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৪ জুলাই) চট্টগ্রাম অতিরিক্ত মূখ্য মহানগর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ‘ভারতীয় শিক্ষার্থী খুনের ঘটনায় আজ  উইনসন সিং নামে তার এক সহপাঠীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

উইনসং সিং আতিফের ঘনিষ্ট বন্ধু ছিলেন। তারা একই ফ্ল্যাটে থাকতেন। ১৪ জুলাই ঘটনার দিন আতিফ শেখ খুন হওয়ার পর উইনসন সিং গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, রবিবার উইনসন সিংকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়ার পর আমরা তাকে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সময়ের কোনও ঘটনা তার মনে পড়ছে না বলে জানিয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত তথ্য জানা যাবে।’

প্রসঙ্গত, ১৪ জুলাই রাতে নগরীর আকবর শাহ থানাধীন আব্দুল হামিদ সড়কের পাশে লেকভিউ সোসাইটির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে খুন হন ভারতীয় নাগরিক আতিফ শেখ। হত্যাকাণ্ডের পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কক্ষে থাকা তার আরেক বন্ধু উইনসন সিং। ঘটনার আগে দুইজনই ওই কক্ষে মদ্যপান করেন বলে জানিয়েছে ফ্ল্যাটে থাকা আরেক বন্ধু নিরাজ। এ ঘটনায় গত ১৮ জুলাই সন্ধ্যায় নিহত আতিফ শেখের বাবা আব্দুল খালেক থানায় মামলা দায়ের করেন। মামলায় আতিফের ঘনিষ্ট বান্ধবীসহ ওইদিন পার্টিতে উপস্থিত ৮ জনকে সন্দেহের তালিকায় রাখা হয়। গত ২০ জুলাই মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) হস্তান্তর করা হয়।
/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া