X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জেলের ছেলের সাফল্য

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২৫ জুলাই ২০১৭, ০১:২৫আপডেট : ২৫ জুলাই ২০১৭, ০১:৩৩

মাসুম আলী কুড়িগ্রামের নাগেশ্বরীর জেলে আবদুল আজিজের ছেলে মাসুম আলী এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। নাগেশ্বরী ডিগ্রী কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে সে পরীক্ষা দিয়েছিল। কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমীন মন্ডল এ তথ্য জানান। তিনি জানান, ‘শিক্ষকদের সহযোগিতা আর নিজের মেধায় সে আজ জেলা পর্যায়ে অসামান্য কৃতিত্ব অর্জন করেছে।’

অধ্যক্ষ আরও জানান, ‘শুধু আমাদের কলেজ নয়, গোটা উপজেলায় এবং আমার জানা মতে গোটা জেলায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী মাসুম। সহযোগিতা পেলে ছেলেটি ভবিষ্যতে আরও ভালো করবে।’

মাসুমের বাবা আব্দুল আজিজ বলেন, ‘আমি গরিব মানুষ, খালে-বিলে আর ছোট নদীতে মাছ ধরি। আর বাজারত বিক্রি করি। এতদিন কষ্ট করি দুই-চার পয়সা সাহায্য করছি। কিন্তু ছেলেকে বাইরে পড়ানোর সাধ্য আমার নাই।’

মাসুম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার স্বপ্ন একজন আদর্শ মানুষ হওয়া। কিন্তু উচ্চ শিক্ষা গ্রহণ করার খরচ আমার পরিবার জোগান দিতে পারবে না। কারও কাছে অর্থ সহায়তা চাইতেও মন সায় দেয় না। কি করবো কিছুই বুঝতে পরছি না। আমার জন্য সবাই দোয়া করবেন।’

মাসুম নাগেশ্বরীর কুটি পয়রাডাঙ্গা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৫ সালে এসএসসি পাস করে। কোনও প্রাইভেট কিংবা কোচিং ছাড়াই এসএসসিতে জিপিএ ৪.৮৯ অর্জন করে। এরপর নাগেশ্বরী ডিগ্রি কলেজে এইচএসসি (ব্যবসায় শিক্ষা শাখায়) ভর্তি হয়। কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. হাফিজুর রহমান এবং পরিসংখ্যান বিষয়ের শিক্ষক মমতাজ বেগম তাকে বই দিয়ে সহায়তা করে। ওই শিক্ষকরা তাকে অনেকটা বিনামূল্যে প্রাইভেটও পড়ান বলে মাসুম বাংলা ট্রিবিউনকে জানান।

মাসুম বলেন, ‘আইসিটি বিষয়টি রায়গঞ্জ কলেজের শিক্ষক মোজাম্মেল হক স্যার আমাকে বিনা পয়সায় পড়িয়েছেন। সব শিক্ষকদের সহযোগীতায় আজ আমি এই সফলতা পেয়েছি। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’

/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে আমাদের গোয়েন্দা সংস্থা: নুর
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা  
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক