X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জামায়াত নেতার জানাজা থেকে ফেরার পথে আটক শতাধিক

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ০২:৩৪আপডেট : ২৫ জুলাই ২০১৭, ০২:৩৬

সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামের জানাজায় অংশ নিয়েছিলেন দলটির নেতাকর্মীরা। তবে ওই জানাজা থেকে ফেরার পথে শতাধিক নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংবাদ সংগ্রহের জন্য থানায় গেলে পুলিশ সাংবাদিকদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে। এতে সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বাকাল চেকপোস্ট, কদমতলা ও আগরদাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুস সোবহান মুকুল, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মুজাহিদ আলী, সেক্রেটারি জেনারেল আব্দুল ওহাব, কালিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান  আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম উল্লেখযোগ্য।

জামায়াত সূত্র জানিয়েছে, রবিবার স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম। সোমবার বিকালে সদর উপজেলার আগরদাড়ি মাদ্রাসা ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

কালিগঞ্জ, কদমতলা, ঝিকরগাছা, মনিরামপুরসহ সাতক্ষীরার বিভিন্ন স্থান থেকে বাস-মাইক্রোযোগে নেতাকর্মীরা তার জানাজায় অংশ নেয়। জানাজা শেষে বাড়ি ফেরার পথে তাদেরকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, জামায়াতের বেশকিছু নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এখন যাচাই-বাছাই চলছে। যাদের বিরুদ্ধে আগের কোনও মামলা নেই, তাদের ছেড়ে দেওয়া হবে।

তথ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানির শিকার সাংবাদিকদের মধ্যে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিটিভির জেলা প্রতিনিধি মোজাফফর রহমানও রয়েছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, তথ্য সংগ্রহ করতে থানায় যাওয়া সাংবাদিকদের সঙ্গে পুলিশ অসৌজন্যমূলক আচরণ করেছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা