X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ইউএনওর গাড়ি চালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত চলছে

বাগেরহাট প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১১:৫৩আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১১:৫৭

দুর্নীতি বাগেরহাটের মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি চালক নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার (২৪ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ইরফান উদ্দিন আহমেদ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন।

গত ৬ জুন নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে খুলনা বিভাগীয় কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেন উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান এস কে হায়দার মামুন। ওই অভিযোগের পর জেলা প্রশাসকের নির্দেশে এই তদন্ত শুরু হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন,গাড়ি চালক নুরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ন-দুর্নীতি অভিযোগ করেছেন উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান। তাকেসহ নুরুল ইসলামের সঙ্গে বলা হয়েছি। এ বিষয়ে আরও তদন্তের পর প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযোগ থেকে জানা যায়,মোল্লাহাটের ইউএনও’র  গাড়ি চালক দাফতরিক কর্মকর্তা সেজে অনিয়ম-দুর্নীতর মাধ্যমে অর্থ আত্মসাত করে সাধারণ লোকজনকে হয়রানি করছে। মোল্লাহাট উপজেলায় কেউ সেবা নিতে আসলে কাজ করে দেওয়ার কথা বলে নুরুল ইসলাম বিভিন্ন ভাবে হয়রানি করে। উপজেলা রাজস্ব প্রশাসন কমপ্লেক্সের ৩০ একরের বেশি জমির নারকেল-সুপারিসহ যাবতীয় ফল এবং দীঘির মাছও বিক্রয় করে সেই টাকা সরকারি কোষাগারে জমাও দেনিনি। সেই টাকা তিনি আত্মসাত করেছেন। তার অনৈতিক কাজের প্রতিবাদ করায় উপজেলার নৈশ প্রহরীকে মারধরের অভিযোগও রয়েছে। এমনকি উপজেলা রাজস্ব তহবিলে প্রতি মাসে ভুয়া বিল-ভাউচার দিয়ে ট্কা তুলে নিয়েছেন। যার সত্যতা দাফতরিক রেকর্ড রেজিস্ট্রার পরীক্ষা করলে পাওয়া যাবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেন নুরুল ইসলাম।  তিনি বলেন,‘একটি কু-চক্রড়ি মহল আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।’

/এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা