X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে উত্ত্যক্ত করায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর রায় সালিশে

গাজীপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১২:৩২আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৫:১০

জুতার মালা পরিয়ে যুবককে গ্রাম ঘোরানো হচ্ছে (ছবি- গাজীপুর প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে গ্রাম্য সালিশে লাঠিপেটা করা হয়। পরে জুতার মালা পড়িয়ে গ্রাম ঘোরানো হয়। অভিযুক্ত যুবক শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল বারেকের ছেলে। শাস্তি হিসেবে ছাত্রীর নামে পাঁচ গন্ডা খাস জমি লিখে নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। সোমবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলার নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সালিশের পর থেকে ওই যুবক অসুস্থ  এবং বাড়িতেই চিকিৎসাধীন আছে বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছে।

যুবকের ভাই সানোয়ার হোসেন বলেন, ‘একই গ্রামের ও স্থানীয় ধনুয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ওই শিক্ষার্থী আত্মীয়তার সম্পর্কে আমাদের ভাগ্নি। গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে প্রেস নুরু ও ৩ নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান যৌথভাবে রায় দিয়ে আমার ভাইকে প্রথমে লাঠিপেটা ও পরে জুতার মালা গলায় জড়িয়ে গ্রামের রাস্তায় ঘুরিয়েছে। এ ছাড়া আমাদের দখলে থাকা পাঁচ গণ্ডা খাস জমি ওই ছাত্রীর নামে লিখে নিয়েছে।’

ছাত্রীর মামা আবুল কালাম বলেন, ‘ভাগ্নি আমার মা-বাবা হারা এতিম। ছোট থেকেই তাকে লালন পালন করে আসছি। রবিবার সন্ধ্যায় বাড়ির পাশে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ফেরার পথে ওই যুবক ভাগ্নির পথরোধ করে। পরে তার গলার ওড়না ধরে টানাটানি করে। এক পর্যায়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে সে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন ছুটে আসলে যুবকটি পালিয়ে যায়। ঘটনার পর পরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে বিচার দাবি করি। সোমবার বেলা ১১টায় নয়াপাড়া বাজারে এ ঘটনার সালিশ অনুষ্ঠিত হয়।’

এ ব্যাপারে গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ওরফে প্রেস নুরু বলেন, ‘যুবককে লাঠিপেটার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। সে যে মেয়েকে নিয়ে টানাটানি করেছে সেই মেয়েটি যুবকের চাচাতো বোনের মেয়ে। সম্পর্কে তার ভাগ্নি হয়। যে নিজের ভাগ্নির শ্লীলতাহানি চেষ্টা করতে পারে তার নিজের বলে আর কিছু থাকে না। গরু চুরির মামলায় ছেলেটি গত কয়েকদিন আগে জেল খেটে বের হয়ে বাড়িতে এসেছে। এসেই এ ঘটনা ঘটিয়েছে। সে মেয়েটির জীবনে একটি স্পট ফেলে দিয়েছে ।’

তিনি বলেন, যুবককে জুতার মালা গলায় পড়িয়ে গ্রাম ঘুরানোর সিদ্ধান্ত এলাকাবাসী দিয়েছে। যারা ওই ছেলের শ্লীলতাহানির হাত থেকে মেয়েকে রক্ষা করেছে তারাই জুতার মালা গলায় পড়িয়ে গ্রাম ঘুরিয়েছে। তাছাড়া মেয়েটি যেহেতু মা-বাবা হারা এতিম সেহেতু যুবকের পরিবারের দখলে থাকা পাঁচ গণ্ডা খাস জমি মেয়ের নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।’

 শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ওই ছাত্রীর নানা মো. আফাজউদ্দিন বাদী হয়ে আনোয়ার হোসেনকে একমাত্র আসামি করে একটি মামলা করেছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: ইউএনওর গাড়ি চালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত চলছে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
দক্ষ বিচার বিভাগ গঠনে বিশ্বমানের জুডিশিয়াল অ্যাকাডেমি প্রয়োজন: আইনমন্ত্রী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
‘জংলি’ মিশনে সিয়ামের সঙ্গী বুবলী
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ধর্ষণের অভিযোগে গ্রেফতার ইংলিশ প্রিমিয়ার লিগের দুই ফুটবলার
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
সর্বাধিক পঠিত
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?