X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, লাশ নিয়ে প্রেসক্লাবের সামনে স্বজনরা

যশোর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৭:১২আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৭:১২

যশোর যশোরের মণিরামপুরে রুমা খাতুন (২৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে ওই গৃহবধূর লাশ নিয়ে স্বজনরা প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেন। তারা এই ঘটনার সঠিক তদন্ত চেয়ে ‘হত্যাকারীদের’ শাস্তির দাবি জানান।
স্বজনরা অভিযোগ করেন, রুমার স্বামী সাগর তাকে পিটিয়ে হত্যা করেছে। হত্যার পর সাগরসহ পরিবারের লোকজন পালিয়েছে।
রবিবার (২৩ জুলাই) বিকালে মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের শয়লা গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২৪ ‍জুলাই) পুলিশ লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। রুমা খাতুন মণিরামপুর উপজেলার শ্যামকুড় দক্ষিণপাড়ার মৃত ইজ্জত আলীর মেয়ে। তার তিন বছরের একটি ছেলে সন্তান আছে। এছাড়া তিনি মৃত্যুর আগে রুমা চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে স্বজনরা জানান।
রুমার চাচাতো ভাই শ্যামকুড় গ্রামের শহিদুল ইসলাম বলেন, ৬ বছর আগে শয়লা গ্রামের আশরাফ আলীর ছেলে সাগরের সঙ্গে রুমার বিয়ে হয়। সাগর ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতো বিয়ের পর থেকে সাগর একটি মোটরসাইকেলসহ পাঁচ লাখ টাকার মালামাল যৌতুক হিসেবে নিয়েছে। এরপরও কিছুদিন ধরে আরও ৩০ হাজার টাকা সে যৌতুক দাবি করে। টাকা দিতে না পারায় রুমা খাতুনকে শারীরিক নির্যাতন করতো সাগর। এছাড়া সাগর অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে রুমার সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো।

এর জের ধরে রবিবার (২৩ জুলাই) দুপুরে সাগর তার স্ত্রী রুমাকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে। ঘটনা ধামাচাপা দিতে রুমার মুখে কিটনাশক ঢেলে আত্মহত্যা করেছে- বলে প্রচার চালায়।
তিনি আরও বলেন, ওইদিন বিকালে রুমার বোন আমাকে ফোন করে রুমাকে হত্যার কথা জানায়। ঘটনাস্থলে গিয়ে তার লাশ দেখতে না পেয়ে কেশবপুর ও কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং সাতক্ষীরা সদর হাসপাতালে খোঁজ নিই। ওই তিন হাসপাতালে রুমার মরদেহ না পেয়ে রাতে রুমার শ্বশুরবাড়িতে ফিরে গিয়ে লাশ দেখতে পাই। এরপর আমি মণিরামপুর থানা পুলিশকে জানাই। সোমবার (২৪ জুলাই) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
ময়নাতদন্তের পর মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রুমার লাশ নিয়ে প্রেসক্লাব যশোরের সামনে অবস্থান নেন তার স্বজনরা। তারা রুমার প্রকৃত হত্যাকারীর শাস্তি দাবি করেন।
শ্যামকুড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান জানান, সাগর পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যার কথা প্রচার করেছে। তিনি মণিরামপুর থানায় গিয়ে হত্যা মামলার এজাহার দিলেও পুলিশ এটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করেনি।
বুধবার (২৬ জুলাই) আদালতে পিটিশন মামলা রুজু করা হবে বলে তিনি জানান।
তবে মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন দাবি করেন, রুমা খাতুন আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্টে যদি হত্যার অভিযোগ প্রমাণিত হয় তাহলে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃত করে বিএনপি সফল হয়নি, এখন আবোল-তাবোল বলছে: পররাষ্ট্রমন্ত্রী
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়